এক্সক্লুসিভ ডেস্ক : এই প্রথম দুবাইয়ে ১৮ মহিলাকে স্পেশাল গার্ড ইউনিটে নিয়োগ করা হল। যে দেশে মহিলাদের গাড়ি চালাতে দেওয়া হয় না, বাজার যেতে দেওয়া হয় না, সে দেশে মহিলাদের স্পেশাল গার্ড ইউনিটে যোগদান অবশ্যই ঐতিহাসিক পদক্ষেপ।
তাঁরা যখন দ্রুতগতির গাড়িতে করে যান, তাঁদের দেখার জন্য রাস্তায় ভিড় হয়ে যায়। লোকজন অবাক চোখে তাকিয়ে থাকে।
ওম্যান স্পেশাল ইউনিটের এক পুলিশ ইমান সলেম জানিয়েছেন, তিনি তাঁর সবটুকু দিয়ে কাজ করেন। কোনও কিছুকেই অসম্ভব বা মুশকিল বলে মনে হয় না তাঁর।
প্রসঙ্গত, সম্প্রতি সেখানে মহিলাদের গাড়ি চালানোর অনুমতি দেওয়ার একটি প্রস্তাব ওঠে। তা খারিজ করে দেয় শুরা সংগঠন। পুরুষ সদস্যরা এর তীব্র আপত্তি জানায়। তারা বলে, মহিলাদের গাড়ি চালানো প্রথা বিরুদ্ধ।
যদিও সমাজকর্মীদের মতে, মহিলাদের গাড়ি চালানো বেআইনি নয়।
এর তীব্র বিরোধিতা করে সৌদির অনেক মেয়েরাই। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদও জানায় তারা।
উল্লেখ্য, গতবছর ডিসেম্বর মাসে আরব দুনিয়ায় নির্বাচনের সময় ২১০৬ জন প্রার্থীর মধ্যে ছিলেন ২০ জন মহিলা প্রতিদ্বন্দীও। -এবিপি আনন্দ।
০৬ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম