এক্সক্লুসিভ ডেস্ক : ফেসবুকে চালু হয়েছে ‘ডিজলাইক বাটন’। আপাতত পরীক্ষামূলকভাবে স্পেন ও আয়ারল্যান্ডের ব্যবহারকারীরা এই সুবিধা পাচ্ছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে টেকক্রাঞ্চ।
তবে ‘ডিজলাইক’ বাটন হিসেবে ফিচারটি চালু হওয়ার গুজব শোনা গেলেও শুধুমাত্র ‘ডিজলাইক’ বা অপছন্দনীয় হিসেবে এটি চালু করা হয়নি। বরং কোনো স্ট্যাটাসে লাইকের বিপরীতে মনের ভাব প্রকাশের জন্য বেশ কয়েকটি ইমোটিকন চালু করা হয়েছে।
নতুন এই সুবিধার কথা জানিয়েছে ফেসবুকের প্রতিষ্ঠাতা জুকারবার্গ। তার ফেসবুকে ৩০ সেকেন্ডর একটি ভিডিও লোড করে লেখেন : Meet the new Reactions।
ব্যবহারকারীরা তাদের নিউজফিডে কোনো স্ট্যাটাসে আগের লাইক বাটনে ক্লিক করলে লাইক, লাভ, হাহা, ইয়া, ওয়াও, স্যাড ও অ্যাংরি ইমোটিকন দেখতে পাবে। তখন সেই স্ট্যাটাস সম্পর্কে তার মনের ভাবটি জানিয়ে দিতে পারবে।
৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি