বুধবার, ০৯ নভেম্বর, ২০১৬, ০১:৫৮:২৬

হিটলার-‌সঙ্গিনীর পোশাক, গয়না নিলামে

হিটলার-‌সঙ্গিনীর পোশাক, গয়না নিলামে

এক্সক্লুসিভ ডেস্ক: নিলামে হিটলারের সঙ্গিনী ইভা ব্রাউনের সাঁতারের পোশাক এবং ব্যবহৃত অন্যান্য সামগ্রী। প্রত্যাশিত দামের সাতগুণ বেশিতে বিক্রি হল সেটি। দাম উঠল ৩০০০ ব্রিটিশ পাউন্ড। ভারতীয় মুদ্রায় যা প্রায় আড়াই লাখ টাকার কাছাকাছি।

একই সঙ্গে নিলামে বিক্রি করা হল ইভার ব্যবহৃত একটি গয়নার বাক্স এবং একটি লিপস্টিকের কৌটোও। পাশাপাশি নিলামে তোলা হয়েছিল ব্রাউনের একটি সোনার আংটি। সেটি ‌ভারতীয় মুদ্রায় ১ লাখ টাকার কাছাকাছি দামে বিক্রি করা হয়েছে।

হিটলারের কয়েকটি ছবি তুলেছিলেন এক জার্মান চিত্রগ্রাহক। বিরল ওই ছবিগুলি বিক্রি হল ভারতীয় মুদ্রায় ৮০ হাজার টাকার কাছাকাছি দামে। তবে এই নিলামকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। অনেকেই বলছেন, এই নিলামের মাধ্যমে হিটলারের স্মৃতিকেই উসকে দেয়ার চেষ্টা করা হচ্ছে।-আজকাল

০৯ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে