এক্সক্লুসিভ ডেস্ক : রেসলিং মঞ্চে প্রতিপক্ষের সঙ্গে অদ্ভুত সব কাণ্ড ঘটালেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে থেকে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে। ৪ মিনিট ২৯ সেকেন্ডের ওই ভিডিওটিতে অদ্ভুত, বৈচিত্রময় ও হাস্যকর সব কাণ্ড ঘটিয়েছেন ট্রাম্প।
ভাইরাল হওয়া ভিডিওটির ৫৪ সেকেন্ডে দেখা যায়, প্রতিপক্ষ দলের কর্ণধার ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশনের (ডব্লিউডব্লিউএফ) চেয়ারমান ভিন্স ম্যাকমোহনকে ফ্লোরে ফেলে ইচ্ছামতো পেটাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার (ট্রাম্প) কাছ থেকে কোনো রকমে ছাড়া পান ভিন্স।
ওখানেই শেষ নয়। খেলা শেষে বিজয়ী হয় ট্রাম্প সমর্থিত রেসলার। বিজয়ী হয়েই ট্রাম্প মেতে ওঠেন নতুন খেলায়। ভিডিওটিতে দেখা যায়, তখন ভিন্স ম্যাকমোহনকে ন্যাড়া করে দিতে উদ্যত হন ট্রাম্প। চেয়ারের সঙ্গে তার হাত বেঁধে ফেলেন।
এসময় ভিন্স চিৎকার করে বলছিলেন, ‘আমাকে ছেড়ে দাও। বন্ধ করো, তোমরা আমাকে এটা করতে পারো না।’ কিন্তু সেইসব চিৎকারে কান না দিয়ে ট্রাম্প হাসছিলেন আর সহযোগীদের বলছিলেন, চল ওকে এবার ন্যাড়া করে দেই।
এরপরেই ট্রাম্প ও তার সহযোগীরা মিলে ভিন্সকে ট্রিমার দিয়ে ন্যাড়া করতে শুরু করেন। এবং অবশেষে ট্রাম্প তা করেই দেন।
১০ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি