শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬, ০৫:৩৩:৫১

কালো বাজার থেকে কেন পাসওয়ার্ড কিনছে ফেসবুক?

কালো বাজার থেকে কেন পাসওয়ার্ড কিনছে ফেসবুক?

এক্সক্লুসিভ ডেস্ক: আপনি ঠিক পাসওয়ার্ডই টাইপ করছেন, অথচ বার বার ফেসবুক বলছে আরেকবার ভেবে দেখতে এমনটা হয়েছে আপনার সঙ্গে? প্রতিবারই বিরক্ত হয়েছেন নিশ্চয়ই? এর কারণ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে চাইছে।

লিসবনের ওয়েব সামিটে ফেসবুকের চিফ সিকিউরিটি অফিসার অ্যালেক্স স্টামোস জানান, ‘হ্যাকাররা কালো বাজারে যে পাসওয়ার্ড বেচে তা কিনে নেয় ফেসবুক। ফেসবুক সুরক্ষিত ও নিরাপদ রাখার জন্য ইউজাররা লগ ইন করার সময় সেই পাসওয়ার্ডের সঙ্গে বার বার যাচাই করে দেখে নেয়া হয়।’

যখন কালো বাজারে পাসওয়ার্ড বেচা হয় তখন দেখা হয় কত জন সেই একই পাসওয়ার্ড ব্যবহার করছেন। যেমন, ১২৩৫৬। এই পাসওয়ার্ডটা যদি কখনো হ্যাকাররা ব্যবহার করে থাকেন এবং তা কালো বাজারে বেচে থাকেন তবে তা বিপজ্জনক পাসওয়ার্ড বলে চিহ্নিত হবে। যদি আপনি এই একই পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন তাহলে আপনি কিন্তু হ্যাকারদের সহজ টার্গেট। এই বিপদ থেকে আপনাকে রক্ষা করতেই বার বার সতর্ক করে ফেসবুক।-সুত্র: আনন্দবাজার

১১ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে