শনিবার, ১২ নভেম্বর, ২০১৬, ০১:৫১:০০

ছয় ছাত্রীর চুল কেটে দেয়ার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

ছয় ছাত্রীর চুল কেটে দেয়ার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

এক্সক্লুসিভ ডেস্ক: মেয়েরা স্কুলে পড়াশোনা করতে আসে, লম্বা চুলের বাহার করতে নয়, তাই ৬ ছাত্রীর চুল কেটে দিলেন সরকারি স্কুলের শিক্ষক। গ্রেপ্তার করা হয়েছে ছত্তিশগড়ের রায়গড় জেলার ভুপদেওপুর থানার অন্তর্গত নহরপালির সরকারি স্কুলের পুষ্পেন্দ্র পাটেল নামে ওই অংকের শিক্ষককে।

রায়গড় পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, পাটেল জোর করে নবম ও দশম শ্রেণির ছয় ছাত্রীর চুল কেটে দেন। তাঁর বক্তব্য, স্কুলে মেয়েরা পড়াশোনার জন্য আসে। লম্বা চুল দেখাতে নয়। তাই নিজেই কাঁচি দিয়ে কেটে দেন চুল। বাড়ি ফিরে ছাত্রীরা গোটা ঘটনা জানায় পরিবারকে। তাঁরা ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। গ্রেপ্তার করা হয়েছে পাটেলকে। ঘটনার তদন্ত করছে পুলিশ।-এবিপি আনন্দ

১২ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে