শনিবার, ১২ নভেম্বর, ২০১৬, ০১:৪৫:৪২

ট্রাম্প স্ত্রী মেলানিয়ার জন্য জুতা ডিজাইন করেছেন এক প্রতিবেশী

ট্রাম্প স্ত্রী মেলানিয়ার জন্য জুতা ডিজাইন করেছেন এক প্রতিবেশী

এক্সক্লুসিভ ডেস্ক:  যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি দায়িত্ব নেবেন জানুয়ারি মাস থেকে। ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া পাবেন ফার্স্ট লেডির মর্যাদা।

মেলানিয়ার জন্ম স্লোভেনিয়ায়। ট্রাম্পের স্ত্রী হওয়ার আগে তার নাম ছিল মেলানিয়া নেভস। তিনি ছিলেন স্লোভেনিয়ার শেভনিকার বাসিন্দা। তখন অবশ্য দেশটির নাম ছিলো যুগোশ্লাভিয়া।

২০০৫ সালে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিয়ে হয় এই প্রাক্তন মডেলের। নির্বাচনে বিজয়ী হওয়ার পরপরই নিজ শহর শেভনিকা আনন্দ নগরীতে রূপান্তরিত হয়। এই শহরেই বড় হয়েছেন মেলানিয়া। তাই এখানকার বাসিন্দাদের আনন্দটা একটু বেশি ছিল। ফার্স্ট লেডি হওয়ার খবরে এখানে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বিশেষ করে মেলানিয়ার শৈশবের বন্ধুরাও ছিল সেই তালিকায়। তো মেলানিয়ার বন্ধুরা কী ভাবছেন ফার্স্ট লেডি হওয়ার খবরে। এ নিয়েই এ আয়োজন।

মিরজানা, প্রতিবেশী

মেলানিয়ার বাল্যবন্ধু। তিনি একটি স্কুলের অধ্যক্ষ। সেদিন বিজয় উৎসবে মিরজানাও যোগ দিয়েছিলেন। মিরজানা বলেন, ‘আমি তার জন্য (মেলানিয়া) খুবই হ্যাপি। সে আমার খুব ভালো বন্ধু। দুঃখজনক হলেও সত্য তার সঙ্গে আমার যোগাযোগ বিচ্ছিন্ন। কিন্তু আমি আশা করব, আবার আমাদের মধ্যে যোগাযোগ শুরু হবে। মেলানিয়া খুবই ভালো ব্যক্তি। বিনয়ী, জ্ঞানী। সে ট্রেডিশনাল ও শিক্ষিত।’

জলাতা, প্রতিবেশী

মেলানিয়ার সৌন্দর্য অসাধারণ, ঠিক শিশুরা যেমন সুন্দর। মেলানিয়া ঠিক মডেলের মতো। মেলানিয়ার মায়ের বয়স এখন ৭৩ বছর, কিন্তু এখনো দেখতে সুন্দরী। ট্রাম্প যখন এখানে আসবেন ঠিক তখন ওয়াইন ও সসেজ খাওয়া উচিত। এখানকার ওয়াইন আর সসেজ যে কত সুন্দর তা মার্কিন প্রেসিডেন্টের জানা দরকার। আমার ধারণা, শেভনিকায় পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠবে। জনগণ অবশেষে জানবে যে শেভনিকা স্লোভাকিয়া নয়।’

নিনা বেদেক, শিক্ষক ও শিল্পী

তার জয় আমি চেয়েছিলাম। সত্যিই তিনি (ট্রাম্প) জিতেছেন। তার জন্য আমি খুবই খুশি। মেলানিয়া আমার একজন ভালো বন্ধু ছিল। আমি আজ স্কুলে এসেছিলাম, বাচ্চারা জিজ্ঞেস করল, আমি টিভিতে দেখেছি কিনা, আমি আশা করি সে (মেলানিয়া) আমাদের সম্পর্ক ভুলবে না।

রেনাতা কুহার, স্থানীয় পর্যটক গাইড

আমি বিস্মিত কারণ, প্রচার অভিযানের কারণে তিনি জিতবেন আমি আশাই করিনি। আমি মেলানিয়ার জন্য খুশী। জীবনে প্রথমবারের মতো সকাল ৬টায় উঠেছিলাম সেদিন। আমি আশা করি পৃথিবীর মানুষ আমাদের এখানে আসবে, পরিদর্শন করবে।

রোমান স্মিড, ট্রেন কন্ডাকটর

মেলানিয়া যেন শেভনিকার রাস্তা ভুলে না যায়। আমি ক্লিনটনের চেয়ে ট্রাম্পকে বেশি পছন্দ করি। আমি আশা করব তিনি শেভনিকার উন্নয়ন করবে, বেশি পর্যটক এখানে আসবে। মেলানিয়া যেন হোয়াইট হাউসে বসে শেভনিকার কথা ভুলে না যায়।

 
তাতজনা সিনকোভেক, স্থানীয় জুতা কারিগর

মেলানিয়ার জন্য আমরা গর্বিত। আশা করি সে অনেক সাফল্য পাবে। আমি অলরেডি মেলানিয়ার জন্য নতুন জুতার ডিজাইন করেছি। যে জুতা পায়ে দিয়ে সে হোয়াইট হাউসে যাবে।
১২ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে