এক্সক্লুসিভ ডেস্ক : গোটা ভারত নরেন্দ্র মোদিকে নিয়ে এখন তোলপাড়। তার পাঁচশো ও এক হাজার রুপির নোট বাতিল নিয়ে সর্বত্রই চর্চা। এর মধ্যেই আট বছরের এক ছোট্ট মেয়ে ভারতকে চমকে দিল। গড়লো নয়া ইতিহাস। মোদির দিক থেকে দেশবাসী নজর ফেরান এই মেয়েটির দিকে। কী করল এই বাচ্চাটি?
গত কয়েকমাস ধরে কাশ্মীরে বন্ধ সব ধরনের স্কুল। কমবয়সিরা রাস্তায় নেমেছে। ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে তারা। তাদের বিরুদ্ধে দেশবিরোধী কার্যকলাপের অভিযোগও উঠেছে। এরকম একটা পরিস্থিতিতে ৯০ দেশের প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত বিশ্ব কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিল তাজামুল।
আর সেখানে অংশ নিয়েই ইতিহাস গড়ে ফেলে সে। কিক বক্সিং প্রতিযোগিতায় আট বছর বয়সেই সোনা জেতে তাজামুল। ইতালিতে কিক বক্সিং চ্যাম্রপিয়নশিপের আসর বসেছিল। সেখানে মার্কিন কিক বক্সারকে হারিয়ে দিয়ে বিশ্বসেরা হয় কাশ্মীরের আর্মি গুডউইল স্কুলের পড়ুয়া তাজামুল। এবেলা
১২ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি