রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬, ০৯:১০:২৩

অসম্ভবকে সম্ভব করে বিশ্ব রেকর্ড গড়তে চলেছেন এই তরুণী!

অসম্ভবকে সম্ভব করে বিশ্ব রেকর্ড গড়তে চলেছেন এই তরুণী!

এক্সক্লুসিভ ডেস্ক : পাহাড়, মরুভূমি, সমুদ্র, নদী — এই বিশ্বে যা যা দেখার থাকতে পারে, তার বেশিরভাগই স্বচক্ষে দেখে ফেলেছেন এই তরুণী। শুধু তাই নয়, সব থেকে কম সময়ের মধ্যে বিশ্বের প্রথম মহিলা হিসাবে ১৯৬টি দেশে ভ্রমণ করার রেকর্ড গড়তে চলেছেন ক্যাসান্ড্রা দেল পেকোল।

গত বছর ১৫ জুলাই বিশ্ব ভ্রমণে বেরিয়েছিলেন ২৭ বছর বয়সি এই মার্কিন তরুণী। এখনও পর্যন্ত ১৮১টি দেশে ঘোরা হয়ে গিয়েছে। এ ছাড়াও আরও ১১টি ছোট দেশ ঘুরেছেন তিনি। বাকি রয়েছে মাত্র ১৫টি দেশ। হাতে আরও ৪০ দিন। এর মধ্যে ঘুরে পেলতে পারলেই গড়বেন নতুন গিনেস রেকর্ডও।

ক্যাসান্ড্রা এই সফরের নাম দিয়েছেন ‘এক্সপিডিশন 196’। তিনি একজন শান্তি-দূত হিসাবে ভ্রমণ করছেন। ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর পিস থ্রু ট্যুরিজম’-এর হয়ে তিনি সারা বিশ্বে শান্তি সফর করছেন। তিনি শুধু ভ্রমণই করছেন না, তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চোখ রাখলে সেই সফরের কিছু ঝলকও রাখছেন তার ফলোয়ারদের জন্য।

১৩ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে