সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬, ০৫:২৮:৩৭

স্ত্রীকে লেখা সালমান শাহের দুর্লভ চিঠি

স্ত্রীকে লেখা সালমান শাহের দুর্লভ চিঠি

এক্সক্লুসিভ ডেস্ক : মৃত্যুর ২০ বছর পরও অনেক ভক্তের দৈনন্দিন জীবনের সাথে জড়িয়ে রয়েছেন সালমান। আজও যেন বেঁচে আসেন তিনি তার ভক্তদের মাঝে।

মাথায় সালমানের মতো কাপড় বেঁধে, আবার মাথায় হালকা চুল আর দুই দাঁতের ফাঁকে সিগারেট এখনো যেন সালমান শাহকে ভুলতে পারিনি অগণিত তার ভক্ত-অনুরাগী।

কিছুদিন আগে স্ত্রী সামিরাকে লেখা সালমানের একটি চিঠি তার এক ভক্ত প্রকাশ করেন। স্ত্রী সামিরাকে প্রচণ্ড ভালোবাসতেন সালমান। সেই চিঠিতে কি লিখেছিলেন সালমান?

চিঠিতে সালমান লিখেছেন, আমার গৃহলক্ষী, জানি না তোমাকে কতটুকু সুখী করতে পেরেছি? তবে সারাক্ষণই আমার চেষ্টা থাকে তোমাকে খুশি করার। তোমাকেও আমার সাথে আজ তিন বছর ধরে অনেক কষ্ট পেতে হচ্ছে। তবে যে স্বপ্ন তুমি আমাকে নিয়ে দেখেছিলে, জানি না তার কতটুকু আমি সত্যি করতে পেরেছি। আমার অনিচ্ছাকৃত অসুস্থতার জন্য অনেক ইচ্ছাই পূর্ণ করতে পারলাম না। তবে আশা করবো অগ্রিম দেওয়া উপহার (SERA) এই বিশেষ দিনের কথা মনে করিয়ে দিবে।

১৪ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে