সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬, ০৫:৩৪:০০

যে লক্ষণ দেখে বুঝবেন আপনার উনি পরকীয়ায় আসক্ত

যে লক্ষণ দেখে বুঝবেন আপনার উনি পরকীয়ায় আসক্ত

এক্সক্লুসিভ ডেস্ক : পুরুষের শরীরের একটি বিশেষ লক্ষণই নাকি বলে দিতে পারে তারা জড়াতে পারেন পরকীয়ায়। একটি সাম্প্রতিক সমীক্ষার দাবি মানুষের দিকে তাকিয়ে বলে দেওয়া সম্ভব কারা পরকীয়ায় জড়াবেন।

একটি বেসরকারি পত্রিকার সমীক্ষায় ১৫০০ পুরুষকে একটি নির্দিষ্ট সময় ধরে পর্যবেক্ষণ করা হয়। দেখা যায়, পুরুষদের জুতোর মাপ বা পায়ের পাতার আয়তনের সঙ্গে তাদের বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়ানোর সম্ভাবনার একটি অদ্ভুত যোগ রয়েছে। যাদের  পায়ের পাতার দৈর্ঘ্য বেশি, তাদের পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনাও নাকি বেশি।

আরও সুনির্দিষ্টভাবে বলা হচ্ছে, যেসব পুরুষ ১০ বা তার চেয়ে বড় মাপের জুতো পরেন, তাঁদের বিবাহ-বহির্ভূত সম্পর্কে লিপ্ত হওয়ার সম্ভাবনা ছোট পায়ের পাতা সম্পন্ন পুরুষদের তুলনায় দ্বিগুণ। সমীক্ষায় নাকি দেখা গেছে ‘পরকীয়ায় লিপ্ত অধিকাংশ পুরুষের জুতোর গড় মাপ ১০.৫।  সমীক্ষায় আরও দেখা গিয়েছে, ৭ থেকে ৯ সাইজের জুতো পরেন যেসব পুরুষ, তারা তাদের স্ত্রীর প্রতি সবচেয়ে বেশি একনিষ্ঠ।

কিন্তু জুতোর মাপের সঙ্গে মানুষের মানসিকতার কী সম্পর্ক? সমীক্ষকরা বলছেন, ‘হ্যাঁ, অনেকের কাছেই বিষয়টা অবাস্তব বলে মনে হতে পারে। কিন্তু সমীক্ষা মিথ্যে বলে না।’ নিজের তত্ত্বের সমর্থনে গ্রান্ট বিল ক্লিনটন বা টাইগার উডসের কথা তুলে বলেন, এরা সকলেই বড় মাপের জুতো পরেন, যাদের বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়ে প্রচুর চর্চা হয়েছে একসময়। তাই পরামর্শ যাদের স্বামী বড় মাপের জুতো পরেন, তারা চোখে চোখে রাখুন ঘরের পুরুষটিকে। আজকাল

১৪ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে