মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬, ০৭:২৮:২২

সেলফি তুলতে গিয়ে ৪তলা থেকে পড়ে গেলো দুই মুসলিম তরুণী

সেলফি তুলতে গিয়ে ৪তলা থেকে পড়ে গেলো দুই মুসলিম তরুণী

এক্সক্লুসিভ: রাওয়ান আল-সাইয়েদ হাসান এবং সারাহ লতিফ। মিশরীয়ান এই দুই মুসলিম তরুণী সেলফি তুলতে গিয়ে চারতলা থেকে পড়ে গেছে। পরে আশংকাজনক অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিশরের পোর্ট সৈয়দে মর্মান্তিক এই ঘটনার পর প্রত্যক্ষদর্শী আহমদ সামি নিউজ চ্যানেল আল-আরাবিয়া-কে ঘটনার বর্ণনা দেন। তিনি বলেন, পোর্ট সৈয়দের মোহাম্মদ আলি সড়কে হাঁটার সময় নিচে পড়ে যাওয়া দুই তরুণী কান্নার শব্দে চমকে ওঠেন তিনি। আশপাশের লোকজন এসে তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পোর্ট সৈয়দ সরকারি হাসপাতালে নিয়ে যায়।

চিকিৎসকরা জানিয়েছেন, তাদের দুজনের অবস্থাই আশংকাজনক। পরে তাদের একজনকে কায়রোর নুজহা ইন্টারন্যাশনাল হাসপাতাল এবং অপরজনকে জালা মিলিটারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনা তদন্তে পুলিশ জানতে পেরেছে, দুই কিশোরী চারতলার বেলকনিতে সেলফি তোলার চেষ্টা করছিল। এসময় ভারসাম্য ধরে রাখতে না পেরে তারা নিচে পড়ে যায়।
১৫ নভেম্বর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে