এক্সক্লুসিভ ডেস্ক : নোট বাতিলকাণ্ডে সাধারণ মানুষের কালঘাম ছুটলেও, তার কোনও প্রভাব পড়েনি মাইনিং ব্যারন জনার্দন রেড্ডির মেয়ের বিয়েতে। আয়োজন সম্পর্কে বিস্তারিত তথ্যে শব্দ খরচ করার প্রয়োজন নেই। 'রাজকন্যা' ব্রাহ্মণীর বিয়েতে অতিথিদের পান খাওয়াতে কত খরচ পড়ছে তা শুনলেই আপনার চোখ কপালে উঠবে।
সেলিব্রিটি গণমান্য অতিথিদের রকমারি পান খাওয়ানোর জন্য খনির রাজা বেঙ্গালুরুর জনার্দন রেড্ডির খরচ হবে ২০ লাখ টাকা। বল্লারির গুলজার পানদোকানের মালিককে এই সংক্রান্ত কনট্রাক্ট দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়। সেই পান পর আপ্যায়ণে অতিথিদের হাতে তুলে দেবেন নামী-দামি মডেলরা। এ জন্য মুম্বাই ছাড়াও অন্যান্য শহরের ৫০জন স্টার মডেলকে মোটা টাকা পারিশ্রমিক দিয়ে আনা হয়েছে।
এই জামজমকপূর্ণ বিয়েটি হতে চলেছে বুধবার। তবে, মেহেন্দি ও বিয়ের অন্যান্য অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে ৭ নভেম্বর থেকেই। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর সূত্রে জানা যায় বিয়ের খরচ নাকি ৫০০ কোটি রুপি!
একেবারে ম্যারেজ ইভ। বিজেপির সাবেক মন্ত্রী রেড্ডি পাঁচ বছর জেল খাটার পর সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন। এর আগে তিনি তিনবার সুপ্রিম কোর্টে আবেদন করলেও সেই আবেদন খারিজ করে দিয়েছিল শীর্ষ আদালত। তবে এবার তিনি ২১ নভেম্বর পর্যন্ত বল্লারিতে থাকার অনুমতি পেয়েছেন।
বেঙ্গালুরুতে তার অ্যাপার্টমেন্ট সিবিআই বাজেয়াপ্ত করেছে বলে তার বল্লারির বাংলোর রেপ্লিকা তৈরি করেছেন রেড্ডি। তার মেয়ের বিয়ে হচ্ছে ব্যবসায়ী রাজীব রেড্ডির সঙ্গে। দক্ষিণ আফ্রিকা-সহ অন্যত্র তার সোনা ও হিরের খনি রয়েছে। ইন্ডিয়া টাইমস
১৫ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি