এক্সক্লুসিভ ডেস্ক: হোয়াটসঅ্যাপ ব্যবহারে এবার ভিডিও কল করা যাবে। স্কাইপ বা ফেসটাইমের মতো। ওয়াইফাই এর মধ্যে থাকলে কোনো খরচ পড়বে না। তবে ওয়াইফাই না থাকলে ইন্টারনেট পরিষেবার প্ল্যান অনুযায়ী খরচ হবে। হোয়াটসঅ্যাপ–এর অন্যতম প্রতিষ্ঠাতা জান কুম জানালেন, ভারত সহ ১৮০টি দেশে এই পরিসেবা মিলবে। শুধু ভারতেই প্রতি মাসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন ১৬ কোটি জন।
আইফোন, উইন্ডোজ বা অ্যান্ড্রয়েড-সব ফোনেই এই পরিসেবা পাওয়া যাবে। ঠিক ভয়েস কলিংয়ের মতোই। কোনো ব্যক্তির প্রোফাইলের ওপর ফোন বোতাম টিপলে দুটি অপশন ভেসে উঠবে- ভয়েস কল বা ভিডিও কল। ভিডিও কলে প্রেস করলেই হবে। মেসেজর মতো এই ভিডিও কলের বিষয়বস্তুও এনক্রিপটেড। অর্থাৎ সেন্ডার, রিসিভার ছাড়া অন্য কেউ কোনো বার্তা পড়তে পারবে না।-আজকাল
১৬ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ