বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬, ১১:৫৪:০০

জানেন ট্রাম্পের ব্যক্তিগত বিমানের ভেতর কত সুন্দর?

জানেন ট্রাম্পের ব্যক্তিগত বিমানের ভেতর কত সুন্দর?

আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তার নীতি কী হবে, মন্ত্রিসভায় কারা থাকবেন –এসব নিয়ে আলোচনা হচ্ছে। এসবের বাইরে তিনি কোথায় থাকবেন, কোনো বিমান ব্যবহার করবেন তা নিয়েও চলছে আলোচনা।

এর কারণ, নিউ ইয়র্কের ফিফথ অ্যাভিনিউতে অবস্থিত ট্রাম্প টাওয়ারের ৫৮ তলার যে অভিজাত অ্যাপার্টমেন্টে থাকেন ডোনাল্ড ট্রাম্প, সেটি তার খুবই প্রিয়। এতটাই প্রিয় যে, নির্বাচনী প্রচারণা চালানোর সময় শুধুমাত্র নিজের বিছানায় ঘুমাবেন বলে কখনো কখনো অনেক দূর থেকে নিজের প্লেনে করে কয়েক ঘণ্টা উড়ে নিউ ইয়র্কে ফিরে যেতেন ট্রাম্প।

তাই প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে তিনি উঠবেন কিনা, উঠলেও কয় রাত তিনি সেখানে কাটাবেন, তা নিয়ে গণমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

এই আলোচনায় ট্রাম্পের ব্যক্তিগত বিমানের কথাও উঠে আসছে। ২০১১ সালে ১০০ মিলিয়ন ডলারেরও বেশি খরচ করে ‘বোয়িং ৭৫৭' বিমান কেনার পর নিজের ব্যবহারের জন্য অভিজাত করে সাজিয়েছেন। বিমানটিকে আদর করে তিনি ‘টি-বার্ড’ নামে ডাকেন।

তবে নির্বাচনে জেতার পর থেকে অনেকে একে ‘ট্রাম্প ফোর্স ওয়ান’ নামে ডাকছেন। ট্রাম্পের বিমানে নিজস্ব অফিস রয়েছে, আছে দু’টি বেডরুম। ইঞ্জিন বানিয়ে দিয়েছে রোলস রয়েস কোম্পানি। আছে গোল্ড-প্লেটেড সিটবেল্ট। আরো আছে ৫৭ ইঞ্চি পর্দার হোম সিনেমা। -ওয়েবসাইট।
১৬ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে