বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬, ০৪:০৭:৫৫

৫০ লাখ রুপি পাল্টাতে ব্যাংকে গেলেন ভিক্ষুক

৫০ লাখ রুপি পাল্টাতে ব্যাংকে গেলেন ভিক্ষুক

এক্সক্লুসিভ ডেস্ক: ব্যাপারটি আজব শুনালেও সম্পূর্ণ সত্য। ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদ প্রদেশে। প্রদেশের ভিখারাবাদ এলাকার একটি ব্যাংকে ৫০ লাখ রুপি পাল্টানোর জন্য ব্যাংকে গিয়েছিলেন এক ভিক্ষুক।

এরই মধ্যে ভারতে ৫০০ ও এক হাজার রুপির নোট বাতিলের পর তা পাল্টানোর জন্য দেশটির ব্যাংকগুলোতে দীর্ঘ সারি দেখা যাচ্ছে। দীর্ঘ সময় দাঁড়িয়েও অনেকে নোট পাল্টাতে না পেরে ফিরে যাচ্ছেন বাসায়। নোট পাল্টাতে গিয়ে ঝামেলা সহ্য করতে না পেরে অনেকে নোট পুড়িয়ে কিংবা নদীতে ভাসিয়ে দিয়ে প্রতিবাদ করছেন।

গত কয়েক দিন ধরেই এ চিত্র দেখা যাচ্ছে। এই সময়ে ওই টাকা পাল্টানোর জন্য ব্যাংকের কর্মকর্তার দ্বারস্থ হন ওই ভিক্ষুক। এক কর্মকর্তা অর্থের উৎস সম্পর্কে জিজ্ঞাসা করেন তাকে। এর জবাবে হতভম্ব হয়ে যান ব্যাংকের ওই কর্মকর্তা।

ওই ব্যক্তি জানান, তিনিসহ পরিবারের সবাই ভিক্ষাবৃত্তিতে জড়িত এবং তারা এই অর্থ সঞ্চয় করেছেন। শুধু তাই নয়, ওই ভিক্ষুক আরো জানান, সম্প্রতি তিনি দুই একর জমি বিক্রি করেছেন। পরে জমির কাগজপত্র দেখাতে না পারায় ব্যাংকের কর্মকর্তারা তাকে ফিরিয়ে দেন।
১৭ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে