এক্সক্লুসিভ ডেস্ক: মডেলিংয়ের সংজ্ঞাটা ধীরে ধীরে বদলাচ্ছে দুনিয়ায়। অপুষ্টিতে ভোগা সাইজ জিরো ফিগারের মডেলের সেই চিরাচরিত ধারণাটা ক্রমেই পাল্টাচ্ছে। সৌজন্যে প্লাস সাইজ মডেল। সাইজ জিরো ফিগার যে আসলে অপুষ্টির বার্তা দেয়, তা বুঝেই পৃথিবীতে জনপ্রিয় হয়ে উঠছেন প্লাস সাইজ মডেলরা। তেমনই এক প্লাস সাইজ মডেলের সঙ্গে পরিচয় করা যাক।
মডেল দুনিয়ার ধ্যান-ধারণাকে বদলে দিয়ে এই 'ভরাট কন্যা' এখন সোশ্যাল মিডিয়ার রানি। ইনস্টাগ্রাম সার্চ করলে স্টেফানিয়া ফেরারিও-কে পেতে বেশি কসরত করতে হবে না। ২৩ বছর বয়সি এই তথাকথিত 'প্লাস সাইজ' অস্ট্রেলিয়ান মডেলের জনপ্রিয়তা এতটাই যে, বহু তারকাও পিছনে পড়ে গিয়েছে। স্টেফানিয়ার সবচেয়ে বড় গুণ হলো, নিজের শরীরের খাঁজগুলিকে তিনি ভালোবাসেন।
ভরাট শরীরই তাঁর উপাদান। অপুষ্টিতে ভোগা শরীর তাঁর পছন্দ। প্লাস সাইজ মডেল মানেই অনেকের কাছে স্থুলকায় মডেল। স্টেফানিয়াকে দেখে কি তাই মনে হচ্ছে? প্লাস সাইজের সংজ্ঞাটা তো তাহলে বদলাতে হচ্ছে। এইসময়
১৭ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪/ইসলাম/নাঈম/