শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬, ০২:৪৭:৫০

বেশি লম্বা হওয়াতে ইলিয়াসের চিকিৎসায় অপারগতা প্রকাশ হাসপাতালের

বেশি লম্বা হওয়াতে ইলিয়াসের চিকিৎসায় অপারগতা প্রকাশ হাসপাতালের

এক্সক্লুসিভ ডেস্ক: বারাকা ইলিয়াসের জন্মস্থান তানজানিয়ায়। লম্বায় সাত ফুট চার ইঞ্চি। উচ্চতা বেশি—এই অজুহাহ দেখিয়ে দেশটির একটি হাসপাতাল তাঁর চিকিৎসায় অপারগতা প্রকাশ করেছে। বিবিসিকে এমনটাই জানিয়েছেন ইলিয়াস।

তিনি বলেন, চোটের কারণে তাঁর কটিতে অস্ত্রোপচার প্রয়োজন। এ জন্য তিনি দার এস সালামের একটি হাসপাতালে যান। তিনি বেশি লম্বা—এমন অজুহাত দেখিয়ে তাঁর চিকিৎসা করতে অপারগতা প্রকাশ করেন চিকিৎসকেরা।

ইলিয়াসকে চিকিৎসকেরা বলেন, তাঁর দৈর্ঘ্যের সমান কোনো বিছানা হাসপাতালে নেই। উচ্চতার কারণে এক্স-রে করাও সম্ভব নয়।

চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনেও ইলিয়াসের দাবির সত্যতা মেলে।

ইলিয়াসকে তানজানিয়ার সবচেয়ে দীর্ঘকায় ব্যক্তি বলা হচ্ছে। তাঁকে বিদেশে চিকিৎসা করানো যায় কি না, তা ভাবছেন চিকিৎসকেরা।

ইলিয়াস বলেন, অনেকে তাঁর উচ্চতা দেখে বিস্মিত হয়। কিন্তু তাঁর কাছে বিষয়টি স্বাভাবিকই মনে হয়।
১৮ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে