শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬, ০৬:০৭:৪০

স্ট্রেচার মেলেনি হাসপাতালে, অসুস্থ স্বামীকে টেনে নিয়ে গেলেন স্ত্রী!

স্ট্রেচার মেলেনি হাসপাতালে, অসুস্থ স্বামীকে টেনে নিয়ে গেলেন স্ত্রী!

এক্সক্লুসিভ ডেস্ক: হাসপাতাল থেকে স্ট্রেচার না পাওয়ায় অসুস্থ স্বামীকে টানতে টানতে দোতলা পর্যন্ত নিয়ে গেলেন স্ত্রী। অনন্তপুরের গুন্টাকলের এক সরকারি হাসপাতালের ঘটনা। জানা গেছে, অসুস্থ স্বামীকে চিকিত্সার জন্য সরকারি হাসপাতালে নিয়ে গিয়েছিলেন শ্রী বানী। উঠে দাঁড়ানোর সামর্থ্য ছিল না তাঁর স্বামী শ্রীনিবাস চারির (৪৫)।

তিনি গ্যাসট্রোয়েনটেরিটিস রোগে আক্রান্ত। কিন্তু শ্রীনিবাসকে বেড পর্যন্ত নিয়ে যেতে স্ট্রেচার দিতে অস্বীকার করেন হাসপাতালের কর্মীরা। উপায় না দেখে দোতলা পর্যন্ত স্বামীকে একাই টানতে টানতে নিয়ে যান বানী।

শ্রী বানী জানিয়েছেন, হাসপাতাল কর্মীরা জানিয়ে দিয়েছেন তাঁদের কাছে স্ট্রেচার নেই। উপায় না দেখে দরিদ্র পরিবারের ওই নারী স্বামীকে টেনে একতলা থেকে দোতলা নিয়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষ তো দূরের কথা, তাঁকে সাহায্যের জন্যও এগিয়ে আসেনি অন্যান্য রোগীর আত্মীয়স্বজনরা।-এবিপি আনন্দ

১৯ নভেম্বর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে