শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬, ০৮:২৫:৫০

২০০০ রুপির নোটেই রয়েছে মোদির ভাষণ!

২০০০ রুপির নোটেই রয়েছে মোদির ভাষণ!

এক্সক্লুসিভ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে গোটা ভারত আলোড়িত। ব্যাঙ্ক, এটিএম-এর লাইনে ভিড়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে জোকস। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের পরে জনপ্রিয় হয়ে উঠেছে একটি অ্যাপ। তার নাম মোদি কী নোট।

সে কী! অ্যাপ আবার মোদির নামে? এই অ্যাপের সামনে নতুন দু’ হাজার টাকার নোট ধরলেই ভেসে উঠছে ভারতের প্রধানমন্ত্রীর ভাষণ। চলতি মাসের ৮ তারিখ যে ভাষণ দিয়েছিলেন মোদি, সেই ভাষণই শোনা যাচ্ছে। অর্থাৎ মোদির ভাষণ শোনা যাচ্ছে নতুন দু’ হাজার টাকার নোটে। এখন ভারতের অনেকের হাতেই ঘুরছে এই মোবাইল অ্যাপ্লিকেশনটি।

ঘটনা হল, নতুন দু’ হাজার টাকার নোট এই অ্যাপের সামনে ধরা হলেই টাকাটিকে রিড করবে। তার পরেই স্ক্রিনে ভেসে উঠবে প্রধানমন্ত্রীর ভাষণ। এর জন্য গুগল প্লে স্টোরে গিয়ে সেখান থেকে ডাউনলোড করতে হবে ‘মোদী কী নোট’। এর পরে ওই অ্যাপ্লিকেশনটি রান করাতে হবে মোবাইলে। এর পরে নতুন দু’ হাজার টাকার নোট সামনে রেখে খুলে ফেলুন অ্যাপ্লিকেশনটি। তার পরে দেখে নিন মোদির ম্যাজিক।

বেঙ্গালুরুর একটি সংস্থা এই অ্যাপটি বাজারে এনেছে। যদিও সেই সংস্থাটি দাবি করেছে, প্রধানমন্ত্রীর ভাষণ শোনা গেলেও, সেটা মজার অ্যাপ। উন্নত প্রযুক্তি সম্পর্কে মানুষকে সচেতন করার জন্যই অ্যাপটি বাজারে আনা হয়েছে। সেই সঙ্গে মোদির বক্তব্যও মানুষের কাছে তুলে ধরা সম্ভব হচ্ছে। এবেলা
১৯ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে