শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬, ০৯:০৬:২৮

ট্রাম্পকন্যার প্রেমে মজেছেন এক অখ্যাত কবি

ট্রাম্পকন্যার প্রেমে মজেছেন এক অখ্যাত কবি

এক্সক্লুসিভ ডেস্ক : কবি বলে কথা! সব কিছুতেই প্রেম খুঁজে পান! সে হোক প্রকৃতি বা কোন ললনা। আর সেই ললনা যদি ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়েও হন তাতেই বা কি? কবির লেখার জোর তার বাবার ক্ষমতার চেয়েও দ্বিগুন!

বাবা ডোনাল্ড ট্রাম্পের বেফাঁস মন্তব্যের জেরে আগেই আলোচনায় এসেছিলেন মেয়ে ইভাংকা ট্রাম্প। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমের এক ব্যবহারকারীর 'লাভ লেটার'র কল্যাণে আবারও আলোচনায় এই মার্কিন ফার্স্ট ডটার।
 
গেল সপ্তাহে ইভাংকার চোখের প্রশংসা করে কবিতা লেখেন উপসাগরীয় দেশের এক অখ্যাত কবি। পরে এই কবিতার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকহারে ছড়িয়ে পড়ে। খবর আল আরাবিয়ার।
 
এ পর্যন্ত 'ফর দ্য আইস অব ইভাংকা' ভিডিওটি দেড় লাখেরও বেশিবার দেখা হয়ে গেছে। এতে বলা হয়, ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই তার মেয়ের চোখ বিশ্বকে অভিভূত করেছে। ইভাংকা ডোনাল্ড ট্রাম্পের সাবেক স্ত্রী ইভানার তিন সন্তানের মধ্যে দ্বিতীয়।

১৯ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে