মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬, ১২:০৯:২২

৫ লক্ষ বাড়িতে ভিক্ষা করে কাঁড়ি কাঁড়ি টাকা জমিয়েছেন জন্মান্ধ রমজান আলী, এক খোঁচায় সব টাকা অচল

৫ লক্ষ বাড়িতে ভিক্ষা করে কাঁড়ি কাঁড়ি টাকা জমিয়েছেন জন্মান্ধ রমজান আলী, এক খোঁচায় সব টাকা অচল

এক্সক্লুসিভ ডেস্ক : ঘরে কাঁড়ি কাঁড়ি টাকা। ভারতের প্রধানমন্ত্রীর নোট বাতিলের ঘোষণায় ঘুম উড়েছে অনেকের। আর পশ্চিমবঙ্গের বর্ধমানের রমজানের ঘরেও রয়েছে কাঁড়ি কাঁড়ি টাকা। সবটাই ভিক্ষে করে উপার্জন করা। পুরনো নোটই। কিন্তু নিশ্চিন্তেই রয়েছেন জন্মান্ধ এই ‘ভিক্ষুক’। শহরজুড়ে তাঁর শুভানুধ্যায়ীর সংখ্যা যে কম নয়৷ তাঁদের ভরসাতেই নতুন করে বাঁচার রসদ খুঁজে পেয়েছেন বর্ধমানের গোদার বাসিন্দা শেখ রমজান আলী।

দু’চোখে দৃষ্টি নেই। বর্ধমানের সবার সহানুভূতি রয়েছে তাঁর উপর। যে যেমন পারেন সাহায্য করেন। ভিক্ষার দান নিয়ে তিলে তিলে জমিয়েছেন অর্থরাশি। হাজার, দু’হাজার নয়। প্রায় পাঁচলক্ষ টাকা। পুরোন ৫০০-১০০০ এর নোট। বাড়িতেই রাখা রয়েছে সেই অর্থরাশি। তবে তাঁর অবশ্য ভিক্ষাবৃত্তি কথাটায় আপত্তি রয়েছে৷ ভালবাসে বর্ধমানবাসী তাঁকে সাহায্য করে। সেই টাকাই তিনি জমিয়ে রাখেন।

প্রধানমন্ত্রী মোদি পুরোনো ৫০০-১০০০ টাকার নোট বাতিলের কথা ঘোষণা করতেই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন বছর পঞ্চাশের শেখ রমজান আলি। এতগুলো টাকা বাতিল হয়ে যাবে৷ কিন্তু উপরওয়ালা সহায় হলে যে কোনও মুশকিলই আসান হয়ে যায়। শহরে রমজানের হিতাকাঙ্ক্ষীর অভাব নেই৷ কলেজ পড়ুয়া থেকে আইনজীবী, আমলা থেকে ব্যাঙ্কের বড় কর্তা। সকলেই তাঁকে স্নেহ করেন৷ আর তাঁদের আশ্বাসেই নিশ্চিন্তে রয়েছেন রমজান। পাঁচলাখের পুরনো নোট ঘরে রেখেও নিশ্চিন্ত।

শুভাকাঙ্ক্ষীরাই তাঁকে জানিয়েছেন, কোনও না কোনওভাবে তাঁরা সেই বাতিল নোট নতুনে বদলে দেবেন৷ নোট বাতিলের কথা ঘোষণার পর দুশ্চিন্তাগ্রস্ত হয়ে ছুটেছিলেন পরিচিত কয়েকজন ব্যাঙ্ক আধিকারিকের কাছে।

রমজানের কথায় “তাঁরা বলেছেন আমার নোট নতুন করতে সমস্যা হবে না, তাঁরাই সাহায্য করবেন৷” শহরে আরও অনেক হিতাকাঙ্ক্ষী রয়েছে রমজানের৷ তাঁরাও আশ্বস্ত করেছেন পুরনো নোট নতুন করে দেবেন বলে৷ যেভাবে তিল তিল করে এই টাকা রমজান জমিয়েছেন সেইভাবেই তিল তিল করে পুরনোর বদলে নতুন নোট করে দেবেন তাঁরা৷ ভিক্ষের ঝুলি নিয়ে ঘুরেও তাই নিশ্চিন্তে রমজান। -সংবাদ প্রতিদিন।
২২ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে