মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬, ১২:১৭:৪২

বিয়ে করলেই পাবেন মোদীর বিশেষ সুবিধা

বিয়ে করলেই পাবেন মোদীর বিশেষ সুবিধা

এক্সক্লুসিভ ডেস্ক: নরেন্দ্র মোদীর বিয়ে হয়েছিল একদম অল্প বয়সে। সন্ন্যাস নেবেন বলে তিনি সেই স্ত্রীর সঙ্গে কখনও ঘর করেননি। কিন্তু, যশোদাবেন আজও নিজেকে নরেন্দ্র মোদীর স্ত্রী বলেই পরিচয় দেন। তবে, এটা ভাবার কারণ নেই যে মোদী নিজে স্ত্রীকে পরিত্যাগ করেছেন বলে বিয়ে নামক বিষয়টি তাঁর অপছন্দের। নোট বাতিলের কর্মসূচির মধ্যে তিনি তাহলে পরিণয় সূত্রে আবদ্ধ হতে চলা পাত্র-পাত্রীর কথা ভাবতেন না। তাই, নরেন্দ্র মোদীর নির্দেশেই ৩০ ডিসেম্বরের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলা পাত্র-পাত্রীদের জন্য এক লপ্তে ২.৫ লক্ষ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তোলার সুযোগ করে দেওয়া হয়েছে। কী শর্ত পূরণ করলে এই টাকা হাতে আসবে তা হয়তো অনেকেই ঠিকমত জানেন না। আরবিআই এর জন্য একটি বিজ্ঞপ্তি দিয়েছে। জেনে নিন বিয়ের জন্য ২.৫ লক্ষ টাকা তোলার শর্তগুলো—  

১. এই ২.৫ লক্ষ টাকা তুলতে পারবেন শুধুমাত্র কনে, বর অথবা তাঁদের পিতা-মাতারা।

২. বিয়ের অর্থ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তুললে দেখাতে হবে বিয়ের নিমন্ত্রণপত্র। সেখানে পাত্র, পাত্রীর পরিচয় এবং অভিভাবকদের পরিচয় যেমন থাকা বাধ্যতামূলক, তেমনি বাড়ির ঠিকানাও সেখানে উল্লেখ থাকবে হবে।  

৩. বিয়েতে কোনও খরচের জন্য এই টাকা তুলতে চান। তার জন্য একটি ডিক্লারেশন ফর্ম দিতে হবে। যেমন আপনি যাঁদেরকে এই অর্থ দেবেন তাঁদের কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা চলবে না। এর জন্য এঁদের কাছ থেকে একটি প্যান কার্ডের জেরক্স-সহ একটি ডিক্লারেশন নিতে হবে। যাতে লেখা থাকবে এঁদের কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। তাই নগদে পেমেন্ট করতে হবে।

৪. যাঁকে পেমেন্ট করবেন তাঁর কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকলে তাঁকে ইলেক্ট্রনিক পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অর্থ দিতে হবে বলে জানিয়েছে আরবিআই। এর মানে হাতে হাতে কোনও নগদ দেওয়া যাবে না।

৫. নভেম্বর ৮ তারিখের আগে যাঁরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২.৫ লক্ষ টাকা জমা করেছেন তাঁরাই একমাত্র বিয়ের জন্য বড় অঙ্কের নগদ অর্থ তোলার এই সুযোগ পাবেন। ৮ তারিখের পর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২.৫ লক্ষ টাকা জমা পড়লেও তা এই ছাড়ের আওতায় পড়বে না।

৬. বিয়েতে যাঁদেরকে পেমেন্ট করবেন তাঁদেরকে দেওয়া অগ্রিমের রিসিটও ব্যাঙ্ককে দেখাতে হবে।  

এত কঠিন রাস্তায় ক’জন মানুষ বিয়ের জন্য ২.৫ লক্ষ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তোলার সাহস দেখাবেন তাতে সন্দেহ আছে। ফলে, বিয়ের খরচ আদান-প্রদানের ক্ষেত্রে সেই ইলেক্ট্রনিক মানি ট্রান্সাকশনের রাস্তায় যাওয়া ছাড়া কোনও গতি নেই বলেই দাবি করছেন বহু মানুষ।-এবেলা
২২ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে