মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬, ০৪:২০:১৭

বড়সড় সাফল্য, মহাকাশে খোঁজ মিলল আরও একটি পৃথিবীর!

বড়সড় সাফল্য, মহাকাশে খোঁজ মিলল আরও একটি পৃথিবীর!

এক্সক্লুসিভ ডেস্ক: মহাকাশে বড়সড় সাফল্য পেলেন বিজ্ঞানীরা। একেবারে পৃথিবীর মতো দেখতে আরও একটি গ্রহের সন্ধান বিজ্ঞানীদের হাতের মুঠোয়। বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন, সৌরমণ্ডলের খুব কাছাকাছি উজ্জ্বল এক নক্ষত্রকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে এই সুপার-আর্থ। এই আবিস্কার আগামিদিনে মহাকাশ বিজ্ঞানে বড়সড় সাফল্য এনে দেবে বলেই মনে করা হচ্ছে।

এই প্রসঙ্গে বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীর মতো গ্রহটি দেখতে হলেও এর ভর পৃথিবী থেকে ৫.৪ গুণ বেশি। জেজি ৫৩৬ নামে একটি লাল বামন নক্ষত্রের চারদিকে ঘুরছে সে। একবার সম্পূর্ণ কক্ষপথ প্রদক্ষিণ করতে গ্রহটির সময় লাগে ৮.৭ দিন। এর আগে পৃথিবীর মতো দেখতে জিজে ৫৩৬ বি গ্রহটি আবিষ্কৃত হয়েছিল। স্পেনের লা লাগুনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী আলেজান্দ্রো সুয়ারেজ মাসকারেনো জানিয়েছেন, এই ধরনের গ্রহগুলির ভূ-ত্বক মূলত পাথুরে হয়। গ্রহটির ব্যাপারে বিশদে জানতে আরও পরীক্ষা করছেন তাঁরা। গ্রহটির ব্যাসার্ধ, ঘনত্ব পরিমাপের জন্য চলছে আরও বিশদে পরীক্ষা। গ্রহটি যে নক্ষত্রকে প্রদক্ষিণ করছে সেটির তাপ সূর্যের থেকে অনেক কম এবং আকারে ছোট। তবে সূর্যর থেকে অনেক বেশি উজ্জ্বল। সূর্যের মতো সেটিরও চৌম্বকীয় শক্তি প্রবল।-কলকাতা২৪
২২ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে