শনিবার, ১০ অক্টোবর, ২০১৫, ০৯:৩৭:১৪

ঝুলন্ত সেতু!

 ঝুলন্ত সেতু!

এক্সক্লুসিভ ডেস্ক : এক নিধারুণ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ঝুলন্ত সেতু।  এটি পশ্চিম জার্মানির একটি গভীর হ্রদের ওপর নির্মিত।  এতদিন বন্ধ থাকলেও অবশ্য জার্মানির ঝুলন্ত সেতুটি খুলে দেয়া হয়েছে।

গভীর হ্রদ হতে ৩শ’ ফুট উঁচুতে প্রায় ১২শ’ ফুট লম্বা ঝুলন্ত সেতুটি তৈরি করা হয়েছে।  সেতুটি সাহসী মানুষদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
লুক্সেমবার্গের সীমান্তবর্তী এলাকায় নির্মিত ঝুলন্ত সেতুটি।

গত রোববার সেখানকার সাপ্তাহিক ছুটির দিনে উদ্বোধনের পর প্রথমবারের মতো সেতুটি পাড়ি দিলেন কয়েক হাজার সাহসী পর্যটক।  এরপর থেকে প্রতিদিনই পর্যটকের সংখ্যা বাড়ছে।  

কম সাহসীরা দূর থেকে দেখতে আসছেন সেতুটি।  এটি পর্যটকদের জন্য প্রধান আকর্ষণে পরিণত হয়েছে।  প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকরা।  একবার দেখলে বারবারই দেখার আগ্রহ জাগবে।
১০ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে