বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬, ০৩:৩২:৫২

যে দেশে রাত গভীর হলেই, বাড়ছে ভূত!

যে দেশে রাত গভীর হলেই, বাড়ছে ভূত!

এক্সক্লুসিভ ডেস্ক: রাত যত বাড়ছে, কলকাতার রাস্তাই স্বর্গরাজ্য হচ্ছে ভূতেদের। বসন্তে যেন বনভোজনে রাস্তায় নেমেছে ভূতেদের দল। উল্টোডাঙা, শ্যামবাজার চত্বরে রাত ১২টা বাজলেই শুরু হচ্ছে ভূতেদের মোচ্ছব। উল্টো পায়ে পথচলতি মানুষের দিকে এগিয়ে আসছে মানুষের মতই কেউ একটা! ফুটপাথে বসে আপন মনে মাথা ঝাঁকিয়ে যাচ্ছে ঘন্টার পর ঘণ্টা, কে সে? চাঁদর মুড়ি দিয়ে ঘুমন্ত পথচারীর কাছে কখনও দেশলাই চাইতে এগিয়ে আসছে... কে সে?

ভূত? না, একেবারেই না। শহর কলকাতার নিরাপদ গণ্ডিতে, নিয়ন আলোয় ভূত কাদের হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে, তা দেখতেই এক অভিনব এবং চমৎকার প্র্যাঙ্ক ভিডিও। দেশের অনেক শহরেই এমন প্র্যাঙ্ক ভিডিও হলেও, কলকাতায় এটা প্রথমবার। শীতলতম নভেম্বরে গভীর নিকষ অন্ধকারে, একদল টিনেজ ক্যামেরা হাতে নেমে পড়েছে রাস্তায়।

ভূতে ভয় নেই! এমনটা যারা বলে, তাঁদের বাস্তব অভিজ্ঞতার সামনে দাঁড় করিয়ে দিলে কেমন হয়, প্রমাণ দিচ্ছে এই প্র্যাঙ্ক ভিডিওটি। রসিক কলকাতার রসবোধ কতটা উত্তীর্ণ হল, বা হচ্ছে তা এই প্র্যাঙ্ক দেখার পর অভিব্যাক্তিতেই বোঝা যায়। ভূতে ভয় তো হচ্ছেই না, উল্টে হাসতে হাসতে লুটোপুটি খেতে হচ্ছে।-জিনিউজ

২৩ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে