বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬, ১১:১২:১৮

বানর-ছাগলের মধ্যে বিরল এক বন্ধুত্ব

বানর-ছাগলের মধ্যে বিরল এক বন্ধুত্ব

এক্সক্লুসিভ ডেস্ক: জীবনের চলার পথে মানুষের যেমন বন্ধুর দরকার হয় তেমনি পশু-পাখির। কিন্তু তাই বলে এক প্রজাতির সঙ্গে অন্য প্রজাতির প্রাণীর বন্ধুত্ব খুব কমই চোখে পড়ে। এবার বিরল এক বন্ধুত্ব দেখা গেলো বানর ও ছাগলের মধ্যে।

স্তন্যপায়ী হলেও জাতে ভিন্ন দুই প্রাণীর এমন বন্ধুত্ব সাধারণত সচরাচর দেখা যায় না। ছোট বানরের বাচ্চা যেভাবে ছাগলের পালে ছাগলের কাঁধে চরে ঘুরে বেড়াচ্ছে তাতে বোঝাই দায়, সে আদৌও বানর না ছাগল ছানা। ইতিমধ্যে চীনের এই ছাগল আর বানরের বন্ধুত্ব ইন্টারনেট দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছে।
২৩ নভেম্বর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে