শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬, ০৪:০০:২১

কখনো জানতে ইচ্ছে হয়েছে, সব জিপারেই কেন লেখা থাকে ‘YKK’?

কখনো জানতে ইচ্ছে হয়েছে, সব জিপারেই কেন লেখা থাকে ‘YKK’?

এক্সক্লুসিভ ডেস্ক: জ্যাকেট, জিন্স কিংবা ব্যাগ-মেটাল চেনের ব্যবহার সর্বত্র। কখনও অবসর সময়ে আপনার চোখে পড়েছে, ওই চেনে লেখা থাকে  ‘YKK’? ভাল করে লক্ষ্য করে দেখবেন প্রায় সব চেনেই দেখতে পাবেন ওই তিনটি অক্ষর। কিন্তু কেন? এই তিন অক্ষরের মানে কি সেটা বোধহয় কোনোদিন ভেবে দেখা হয়নি।

‘YKK’-এর ফুল ফর্ম হল Yoshida Kōgyō Kabushikigaisha. যারা বিশ্বের সেরা জিপার নির্মাতা। বিশ্বের অর্ধেকেরই বেশি চেন বানিয়ে থাকে এই সংস্থা। বিশ্বের প্রায় ৭১টি দেশে ব্যবহার করা হয় এই সংস্থার তৈরি চেন। মোট ২০৬ রকম ডিজাইনের জিপার তৈরি করে এরা।

১৯৩৪ সালে জাপানের এক ব্যবসায়ী, তাডাও ইয়োশিদা এই জিপার সংস্থা চালু করেন রাজধানী শহর টোকিওতে। কেবলমাত্র এক ধরনের প্রোডাক্টই তৈরি করতেন তিনি। সেটা হল জিপার। ধীরে ধীরে সেই জিপার বসানো হল জামা-কাপড়, ব্যাগ সহ আরও নানা জিনিসে। বর্তমানে অবশ্য আরও নানা ধরনের জিনিস বানায় এই সংস্থা। কোনও কাজ দ্রুত করার জন্য বিভিন্ন ধরনের মেশিন তৈরি করাই এদের কাজ। এই সংস্থার সবথেকে বড় কারখানাটি রয়েছে আমেরিকার জর্জিয়াতে। প্রত্যেকদিন ৭০ লক্ষ জিপার বানানো হয় এই কারখানায়।-কলকাতা২৪
২৫ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে