শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬, ০৭:৪৮:৪৮

শীতকালে ব্রণ দুর করার উপায়

শীতকালে ব্রণ দুর করার উপায়

এক্সক্লুসিভ ডেস্ক: অনেকেই মনে করেন ব্রণ শুধু গ্রীষ্মকালে অতিরিক্ত তৈলাক্ত ত্বক থাকার ফলে হয়। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। ব্রণ শীতকালেও হয়। এবং তার প্রধান কারণ শরীরে অপর্যাপ্ত জল। তাই শীতকালে ব্রণ থেকে দূরে থাকতে রইল কিছু টিপ্‌স।

❏‌‌ পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়া খুব জরুরি।

❏‌‌ ঠাণ্ডায় কষ্ট হলেও ব্রণ এড়াতে নিয়ম করে মুখ ধুতে হবে। দূষণের কারণেও ব্রণ হয়। 

❏‌ শীতকালে মুখ ধুয়ে সবচেয়ে বেশি প্রয়োজন ত্বক আর্দ্র রাখা। ত্বক এই সময় রুক্ষ থাকে, তাই ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। এতে ত্বক আর্দ্র থাকে। 

❏‌ ফ্রুট প্যাক জাতীয় মিশ্রণও ব্যবহার করা আবশ্যক। এগুলো ত্বককে খাবার জোগায়। শীতকালে পর্যাপ্ত খাবার না পেলে ত্বক রুক্ষ হতে থাকে।

❏ স্ক্রাবার ব্যবহারের ক্ষেত্রেও সচেতন থাকুন। শীতকালে স্ক্রাব করুন সপ্তাহে একদিন। নয়তো রুক্ষ ত্বকে ব্রণ হবেই হবে।-আজকাল

২৬ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে