সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬, ০৭:৩৩:৩৭

চিড়িয়াখানায় খাঁচা ভেঙে বাইরে বেড়িয়ে এল বাঘিনী! জানুন তারপর সে কী করল

চিড়িয়াখানায় খাঁচা ভেঙে বাইরে বেড়িয়ে এল বাঘিনী! জানুন তারপর সে কী করল

এক্সক্লুসিভ ডেস্ক: আতঙ্কের ঘটনা ঘটল ইন্দোরে। রবিবার। ছুটির দিন। শীতকাল। প্রচুর মানুষ চিড়িয়াখানায় বেড়াতে এসেছেন। বাচ্চারা এদিক ওদিক খেলা করছে। সবাই বেশ মজার মেজাজেই রয়েছে। সেই সময়ে চিড়িয়াখানায় খাঁচা ভেঙে বাইরে বেড়িয়ে এল বাঘিনী। কী হল তারপর?


বাঘিনী খাঁচা ভেঙে বাইরে বেরোতেই চিড়িয়াখানায় হঠাত্‌ই আনন্দের পরিবেশ বদলে আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে গেল। মানুষ আতঙ্কিত হয়ে বাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য এদিক ওদিক দৌড়োদৌড়ি করতে লাগল।

ঠিক কী হয়েছিল?
ইন্দোর চিড়িয়াখানার ইন-চার্জ উত্তম যাদব জানিয়েছেন, সন্ধে ৬টা নাগাদ কেউ বাঘিনীর দিকে বেলুন ছুঁড়ে দেয়। আর তাতেই রেগে যায় বাঘিনী। এবং খাঁচা ভেঙে বাইরে চলে আসে। খাঁচা থেকে বেরোনোর ৯০ মিনিট পর তাকে ধরা যায়।

যদিও সে কাউকে আঘাত বা আক্রমণ করেনি। তবে বাঘিনীকে হঠাত্‌ খাঁচার বাইরে দেখে আতঙ্কিত হয়ে দৌড়োদৌড়ি করার ফলে বহু মানুষ পদপিষ্ট হয়ে আহত হয়েছেন।-জিনিউজ
২৮ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/টি.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে