মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬, ০৩:১৪:২৭

বিস্ময়কর ঘটনা, বরফের নিচে জমে রয়েছে হাজার হাজার মাছ

বিস্ময়কর ঘটনা, বরফের নিচে জমে রয়েছে হাজার হাজার মাছ

এক্সক্লুসিভ ডেস্ক: এই বৈচিত্র্যময় বিশ্বে কত ধরনের ঘটনাই না ঘটতে দেখা যায়। তার কোনওটা আমাদের অবাক করে, কোনওটা আবার বিশেষত্বহীন বলে এড়িয়ে যায়  নজর। তবে  জাপানে সম্প্রতি এমনই এক ঘটনা দেখা গেল, যা ইতিমধ্যেই অবাক করেছে বিশ্ববাসীকে।

বরফের মধ্যে স্তরে স্তরে জমে রয়েছে কয়েক হাজার মৃত মাছ। অগোছালোভাবে মোটেই নয়,বেস সারিবদ্ধভাবেই সাজানো হয়েছে মাছগুলি।  আর তাই দেখতেই ভিড় জমাচ্ছেন পর্যটকরা।

প্রায় ৫৪ বছর পরে তুষারপাত হয়েছে জাপানের রাজধানীতে। এর ফলে জমে গিয়েছে সেখানকার একটি স্কেটিং রিঙ্ক। তাপমাত্রা হিমাঙ্কের নীচে যাওয়ার ফলে জল জমে যায় এই লেকের। মারা যায় প্রচুর মাছ। মৃত মাছগুলি যে অবস্থায় জলে ছিল, সেই অবস্থাতেই রয়ে যায়।

কোনও স্থানে ফাঁকা ফাঁকা, কোথাও বা ঝাঁক বেঁধে। জানা গিয়েছে, মৃত মাছের সংখ্যা কমপক্ষে ৫,০০০। জমে যাওয়া লেক এর পরে পর্যটকদের উদ্দেশে খুলে দেন পার্ক কর্তৃপক্ষ।

তবে কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত সমালোচনার ঝড় তুলেছে বিভিন্ন মহলে। অনেকেই বলছেন, এ পরিস্থিতিতে পার্কের গেট খোলা উচিৎ হয়নি। পর্যটকরা ঝাঁপিয়ে পড়ে দেখতে এলেও বিষয়টা কতখানি দ্রষ্টব্য, তা নিয়েও সংশয় প্রকাশ করেছে একাংশ।

যেহেতু ছোটরাও এখানে আসে, তাই স্বভাবতই প্রশ্ন উঠছে, তাদের মনে কী প্রতিক্রিয়া ফেলবে এই ধরনের ঘটনা। গণপ্রতিক্রিয়ায়  পার্কটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।-এবেলা
২৯ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে