মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬, ১১:২৪:১০

বিশ্ব ক্রীড়াঙ্গন নাড়িয়ে দেয়া ভয়াবহ ১১ বিমান দুর্ঘটনা

বিশ্ব ক্রীড়াঙ্গন নাড়িয়ে দেয়া ভয়াবহ ১১ বিমান দুর্ঘটনা

এক্সক্লুসিভ ডেস্ক : বিশ্বের নানা প্রান্তে বিমান দুর্ঘটনায় মারা পড়েছেন বহু খেলোয়াড় ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা। বুধবার বলিভিয়া থেকে কলম্বিয়া যাওয়ার পথে ব্রাজিলের প্রথম বিভাগের ফুটবল ক্লাব শ্যাপেকোন্সের সদস্যসহ বিমান বিধ্বস্তের ঘটনায় ৭৬ জন নিহত হয়েছেন।
 
ব্রাজিলের ওই ফুটবল দলটি কোপা সুদামেরিকা ফাইনাল ম্যাচ খেলতে যাচ্ছিল। ব্রাজিল ফুটবলারদের ট্রাজেডির মতো এমন অনেক বড় বড় ক্ষত রয়েছে, যা কেবল ইতিহাসের পাতা উল্টালেই চোখে পড়বে।
 
১৯৪৮ সালের ৮ নভেম্বর চেকোস্লোভাকিয়া জাতীয় আইস হকি টিম বিমান দুর্ঘটনায় পড়েছিল ফ্রান্সের দিপ্পেতে। এ দুর্ঘটনায় ৬ জন নিহত হন।
 
১৯৪৯ সালের ৪ মে ইতালীয় ফুটবল ক্লাব টরিনো এসির ২৩ জন খেলোয়াড় মারা যান ইতালির তুরিনে। অ্যাভিও লাইনি ইতালিয়ান বিমান দুর্ঘটনায় প্রাণ যায় তাদের।
 
১৯৫০ সালের ৫ জানুয়ারি রাশিয়ার ইয়েক্যাটারিনর্গে ভিভিএস মস্কো আইস হকি টিমের সবাই প্রাণ হারান বিমান দুর্ঘটনায়। টিমে ১১ জন খেলোয়াড় ছিলেন।
 
১৯৫৮ সালের ৬ ফেব্রুয়ারি ক্রীড়াজগতের কালো একটি দিন। জার্মানির মিউনিখে ম্যানচেস্টার ইউনাইটেড টিমের ৮ ফুটবলারসহ দলের আরও ৩ সদস্য নিহত হন।  
 
১৯৬০ সালের ১৬ জুলাই কোপেহেগেনে বিমান দুর্ঘটনায় প্রাণ হারান ডেনমার্ক অলিম্পিক ফুটবল দলের ৮ সদস্য।
 
১৯৬০ সালের ২৯ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের টলেডোতে বিমান দুর্ঘটনায় ক্যালিফোর্নিয়া পলিটেকনিক স্টেট ইউনিভার্সিটির ফুটবল দলের ১৭ সদস্য নিহত হন।
 
১৯৬৯ সালের ২৬ সেপ্টেম্বর বলিভিয়ার ফুটবল ক্লাব দ্য স্ট্রংগেস্ট টিমের ১৯ জন প্রাণ হারান।
 
১৯৭০ সালের ১৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের ওয়েন কান্ট্রিতে মার্শাল ইউনিভার্সিটির ফুটবল দলের ৪৫ সদস্য প্রাণ হারান।
 
১৯৯৩ সালের ২৭ এপ্রিল এক বিমান দুর্ঘটনায় জাম্বিয়া ফুটবল দলের সবাই নিহত হন। দলটিতে ২২ জন সদস্য ছিলেন।
 
২০০২ সালের ১ জুন বিমান দুর্ঘটনায় নিহত হন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেট অধিনায়ক হ্যানসি ক্রোনিয়ে।
 
২০১১ সালের ৭ সেপ্টেম্বর এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় রাশিয়ার আইস হকি টিম লোকোমোটিভ ইয়ারোস্লাভের ৩৭ সদস্য নিহত হন। - আনন্দবাজার
 
২৯ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে