বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬, ০৫:২২:৩৬

ফেসবুকে ইউজারদের একঘেয়েমি কাটাতে এবার নতুন উদ্যোগ

ফেসবুকে ইউজারদের একঘেয়েমি কাটাতে এবার নতুন উদ্যোগ

এক্সক্লুসিভ ডেস্ক: ফেসবুকে গল্প করতে করতে দেখা যায় আপনার প্রিয় বন্ধুটি আপনাকে কিছুক্ষন অপেক্ষা করতে বললো। অপেক্ষা করতে বলে দেখা গেলো সে আধঘন্টা বা এক ঘন্টায়ও আসলো না এমন মুহুর্তে আপনার খারাপ লাগাটা স্বাভাবিক।

আবার কখনও কখনও গল্পের মুড নিয়ে লগ ইন করে দেখা যায় যে সেই মুহূর্তেই বন্ধুরা সব মহাব্যস্ত, কারও গল্প করার সময় নেই! অনেকের আবার অপেক্ষা ভালো লাগেনা তাই ফেসবুক থেকে লগআউট হয়ে যায়। এমন মুহূর্তে আপনার মন একটু ভালো রাখার জন্যই ফেসবুকের নতুন উদ্যোগ।

এই সব ক্ষেত্রে বোরময় কাটানোর জন্য গেম খেলাই যায় কিন্তু এক গেম আর খেলতে কি সব সময় ভাল লাগে? আর একটা ফোনে কয়টা গেমই বা ডাউলোড করা যায়? ফোনের মেমরি তো আর আনলিমিটেঢ নয়।

তবে এবার মেমরি আর নতুন গেম নিয়ে ভাবার দিন শেষ। নএক ঝটকায় এবার এই দুই সমস্যার সমাধান নিয়ে এসেছে ফেসবুক। ফেসবুক প্রোডাক্ট ম্যানেজার আলিসা জু একটি ব্লগ পোস্টে জানিয়েছেন যে ফেসবুক মেসেঞ্জারে লঞ্চ করা হচ্ছে নতুন ফিচার ইনস্ট্যান্ট গেমস।

এই ফিচারের বৈশিষ্ট্য হল গেম খেলার জন্য নতুন কোনও অ্যাপ ডাউনলোড করতে হবে না ফোনে। মেসেঞ্জারে এসেই ঝটপট একহাত গেম খেলে নিতে পারবেন ইউজাররা। মোট ৩০টি দেশে একসঙ্গে লঞ্চ হতে চলেছে এই ফিচার।

‘প্যাক-ম্যান’, ‘স্পেস ইনভেডার্স’, ‘ওয়র্ডস উইথ ফ্রেন্ডস’, ‘শাফল ক্যাটস মিনি’— এসবই খেলা যাবে মেসেঞ্জারে। খেলতে খেলতে শেয়ার করা যাবে স্কোর আর অন্যদেরও ইনভাইট করা যাবে গেমে। সব মিলিয়ে জবরদস্ত এক এন্টারটেইনমেন্ট।
৩০ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/টি.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে