রবিবার, ০৪ ডিসেম্বর, ২০১৬, ০১:৩৪:০৮

জানেন পারমাণবিক অস্ত্রের কত কাছাকাছি আপনি বাস করেন?

জানেন পারমাণবিক অস্ত্রের কত কাছাকাছি আপনি বাস করেন?

এক্সক্লসিভ ডেস্ক: পারমাণবিক অস্ত্র অনেকের কাছেই বহু দূরের বিষয় বলে মনে হয়। যদিও ভৌগোলিক অবস্থানভেদে এটি আপনার ধারণার চেয়েও কাছে থাকতে পারে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ডেইলি মেইল।

বিশ্বের যে শহরেই আপনি বাস করেন না কেন, পারমাণবিক অস্ত্রের পাল্লার  বাইরে রয়েছেন, এমনটা ভাবার কোনো কারণ নেই।

বাংলাদেশের প্রতিবেশী ভারত ও পাকিস্তানের হাতে রয়েছে বেশ কিছু পারমাণবিক অস্ত্র। ভারতের হাতে ১১৫টি পর্যন্ত পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়। এ দেশটির সবচেয়ে আধুনিক পরমাণু অস্ত্রবাহী মিসাইলের নাম অগ্নি পাঁচ। এটি পাঁচ হাজার আটশ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম।

পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের ১২৫টি ওয়্যারহেড রয়েছে বলে ধারণা করা হয়। ঢাকা থেকে ইসলামাবাদের দূরত্ব প্রায় দুই হাজার কিলোমিটার। পাকিস্তানের পারমাণবিক অস্ত্রবাহী মিসাইলের সর্বোচ্চ দূরত্ব অতিক্রম ক্ষমতা ২৭৫০ কিলোমিটার।

মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার হাতে রয়েছে বেশ কিছু পারমাণবিক অস্ত্র। এগুলো বিশ্বের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম।

পরিসংখ্যানে প্রকাশ রাশিয়ার হাতে বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক বোমা রয়েছে। এর সংখ্যা ৭৩০০টি। যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে ৬৯৭০টি পারমাণবিক বোমা। এছাড়া ফ্রান্সের ৩০০টি, চীনের ২৬০টি, যুক্তরাজ্যের ২১৫টি, ইসরায়েলের ৪০০টি (অনুমিত) ও উত্তর কোরিয়ার ১৫টি পারমাণবিক বোমা রয়েছে।

বিশ্বের বিভিন্ন বড় শহরের আশপাশে পারমাণবিক অস্ত্রের মজুদ রয়েছে। এ পারমাণবিক বোমাগুলো বিস্ফোরিত হলে তাই সহজেই সে প্রভাব পড়বে শহরগুলোতে। এতে তাৎক্ষণিকভাবে অসংখ্য মানুষ মারাই যাবে না, বহু মানুষ দীর্ঘস্থায়ী ক্ষতির সম্মুখিন হবে।

পরিসংখ্যানে প্রকাশ, বিশ্বের নানা দেশে বিমান দুর্ঘটনাসহ নানা কারণে পারমাণবিক বোমা হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে প্রায় অর্ধশত। আর এসব বোমার কোনোটি দুর্ঘটনাক্রমে বিস্ফোরিত হলেও তা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের কির্টল্যান্ড আন্ডারগ্রাউন্ড মিউনিশনস মেইনটিনেন্স অ্যান্ড স্টোরেজ কমপ্লেক্সের কথা জানা যায়। এটি নিউ মেক্সিকো রাজ্যের অ্যালবুকুয়েরকো শহরের কাছে। এখানে ভূগর্ভে প্রায় ২৮ হাজার বর্গফুট এলাকায় পারমাণবিক অস্ত্র মজুদ রয়েছে।
০৪ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে