বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬, ০৪:২৩:২৫

এটিএম থেকে নিয়মিত টাকা তোলেন? আপনার শরীরে বাসা বাঁধছে ভয়াবহ রোগ...

এটিএম থেকে নিয়মিত টাকা তোলেন? আপনার শরীরে বাসা বাঁধছে ভয়াবহ রোগ...

এক্সক্লুসিভ ডেস্ক: দেশজুড়ে নোটবাতিলের জের। প্রধানমন্ত্রী সওয়াল করেছেন ক্যাশলেস ট্রানজাকশনের পক্ষে। নোটের এই আকালে দেশের মানুষের প্রতিদিনের ভরসা হয়ে দাঁড়িয়েছে এটিএমগুলি। আর সেই এটিএম-এই ঘনাচ্ছে মারাত্মক বিপদ।

'বিসফেনল এ'— এটিএম ট্রানজাকশন রিসিপ্টে এই রাসায়নিকটি ব্যবহার করা হয়ে থাকে। আর এই 'বিসফেনল এ'—ই বিষ হয়ে ঢুকছে মানবদেহে। সম্প্রতি মিসৌরি বিশ্ববিদ্যালয়ের কিছু গবেষকরা একটি রিপোর্ট প্রকাশ করেছে।

সেখানে বলা হয়েছে, যে সমস্ত মানুষ এটিএম-এর রিসিপ্ট নেন, তাদের দেহে 'বিসফেনল এ'-র পরিমাণ অনেকটাই বেশি। মানবদেহে এই রাসায়নিকের পরিমাণ বেড়ে গেলে হরমোনের সমস্যা দেখা দেয়।

গর্ভধারণেরও সমস্যা দেখা দিতে পারে। শিশুদের ক্ষেত্রে এই রাসায়নিকের প্রভাব আরও বেশি। শুধু তাই নয়, ক্যানসার পর্যন্ত হতে পারে এই রাসায়নিক থেকে।

গবেষকরা জানিয়েছেন, যে সমস্ত মানুষ এই স্লিপ ধরার পর সাবান দিয়ে হাত না ধুয়েই খাওয়ার খান তাদের দেহে এর আরও বেশি প্রভাব পড়ে। শুধু তাই নয়, চামড়ার মাধ্যমেও এই রাসায়নিকটি মানবদেহে প্রবেশ করে। যে সমস্ত মানুষ ব্যাঙ্কের ক্যাশ কাউন্টারে কাজ করেন তাদের দেহে এই রাসায়নিকটি সব থেকে বেশি প্রবেশ করে।

এই কারণেই বিশেষজ্ঞরা উপদেশ দিয়েছেন, এটিএম ব্যবহার করলেও স্লিপ না নিতে। অ্যাকাউন্ট সম্পর্কে তথ্যাবলীর জন্য মোবাইল অ্যালার্টই যথেষ্ট। এই বিষয়ে এখনই সচেতন না হলে ভবিষ্যতে ভয়ানক সমস্যার সম্মুখীন হতে পারে মানুষ।-এবেলা
১৪ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে