বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬, ১২:১৯:৩৯

‘‌আমি চোর’‌ লেখা প্লাকার্ড গলায় ঝুলিয়ে ঘুরলেন দুই নারী পর্যটক, কিন্তু কেন?

‘‌আমি চোর’‌ লেখা প্লাকার্ড গলায় ঝুলিয়ে ঘুরলেন দুই নারী পর্যটক, কিন্তু কেন?

এক্সক্লুসিভ ডেস্ক: ওই দুই পর্যটককে ‘‌আমি চোর। আমি যা করেছি তা করো না’‌ লেখা পোস্টার গলায় ঝুলিয়ে গিলি ত্রায়ানগান দ্বীপ ঘোরানো হয় । আর এই শাস্তিকে ঘিরে মঙ্গলবার আলোড়িত জাকার্তা। এই প্রথম কোনো বিদেশী পর্যটককে এইভাবে ঘোরানো হল। দুই নারী পর্যটকের পরিচয় প্রকাশ করা হয়নি। খবর আজকালের।

জানা যায়, মোটরসাইকেল চুরি করেছিলেন তারা। এই অপরাধে দুই অস্ট্রেলীয় নারী পর্যটককে ‘‌লজ্জার হাঁটা’‌য় বাধ্য করা হল। তবে আরও জানা গেছে, প্রায় ১০ দিন আগে মধ্য ইন্দোনেশিয়ার বিখ্যাত পর্যটনস্থান গিলি ত্রায়ানগানে বেড়াতে গিয়েছিলেন তাঁরা। সিসি টিভি ফুটেজে দেখা যাচ্ছে ওই দুই পর্যটক হোটেল থেকে মোটরসাইকেল নিচ্ছেন।

এরপর আর তাঁদের খোঁজ মেলেনি। কয়েকদিন পরে হোটেলের পক্ষ থেকে তা গ্রামপ্রধানকে জানানো হয়। এরপর অভিযুক্ত দু’জনকে জিজ্ঞাসাবাদ করেন গ্রামপ্রধান মহম্মদ তৌফিক। তাঁদের মুচলেখা লিখিয়ে গ্রামছাড়া করা হয়। এর আগে চুরির অপরাধে স্থানীয়দের ‘‌লজ্জার হাঁটা’‌য় বাধ্য করা হয়েছিল।

২১ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে