এক্সক্লুসিভ ডেস্ক : প্রিমিয়ার ডিভিশন দাবায় সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে নাম লিখিয়েছে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানে ১১ বছর বয়সী ছেলে তাহসিন তাজওয়ার জিয়া। সবচেয়ে কম বয়সে গ্র্যান্ডমাস্টার হওয়ার স্বপ্নে স্পন্সরের সংকট যেন বাধা না হয় সেদিকেই উৎকন্ঠা জিয়া পরিবারের।
বাবা গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মতো তাহসিনও চায় বড় দাবাড়ু হতে। এরই মধ্যে ফিদে মাস্টার ফাহাদ এবং বাংলাদেশের কিংবদন্তি দাবাড়ু রানী হামিদকে হারিয়ে প্রশংসা কুড়িয়েছে তাহসিন। কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার হয়ে বিশ্বকাপ জেতার স্বপ্নের বীজ পরিবার থেকেই পাচ্ছেন তাহসিন।
১৯৮৭ সালে উপমহাদেশে প্রথম গ্র্যান্ডমাস্টার ছিলেন নিয়াজ মোর্শেদ। ভারতে এখন ৩৬ জন পুরুষ গ্র্যান্ডমাস্টার, আর বাংলাদেশে মাত্র ৫ জন। সবশেষ ২০০৭ সালে এনামুল হোসেন রাজীবের পর আর কোন গ্র্যান্ডমাস্টার পায়নি বাংলাদেশ। আক্ষেপ থাকলেও নিয়মিত জাতীয় দাবা লিগ ও টুর্নামেন্ট চালু থাকলে দেশের বাইরে রেটিং বাড়ানোসহ আন্তর্জাতিক সাফল্য অসম্ভব বলে মনে করেন বাবা গ্র্যান্ডমাস্টার জিয়া।
নিজের ছেলের গ্র্যান্ডমাস্টার হওয়ার স্বপ্ন পূরণে সব সময় সহযোগিতায় তাহসিনের পরিবার। -চ্যানেল আই।
২১ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম