মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫, ১১:১১:০৬

পিঁপড়া খেয়ে ছয়দিন বেঁচে থাকার পর উদ্ধার!

পিঁপড়া খেয়ে ছয়দিন বেঁচে থাকার পর উদ্ধার!

এক্সক্লুসিভ ডেস্ক : কালো পিঁপড়া খেয়ে ছয় দিন বেঁচেছিলেন নিখোঁজ এক ব্যক্তি। মঙ্গলবার অস্ট্রেলিয়ার দুর্গম এক মরু এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া ব্যক্তির (৬২) নাম রেগ ফগারডি। তিনি ৭ অক্টোবর শিকারের উদ্দেশে বের হয়ে নিখোঁজ হন।

ফগারডির খোঁজ না পেয়ে তাঁর পরিবারের সদস্যরা বিষয়টি কর্তৃপক্ষকে জানান। পুলিশ অনুসন্ধান শুরু করে। নিখোঁজ হওয়ার স্থান থেকে ১৫ কিলোমিটার দূরে তাঁকে পাওয়া যায়।

পুলিশ জানায়, ফগারডির কাছে কোনো পানি ছিল না। তিনি কালো পিঁপড়া খাচ্ছিলেন। এভাবেই তিনি টিকে ছিলেন।
পুলিশ কর্মকর্তা অ্যান্ডি গ্রেটউড বলেন, জায়গাটি ছিল দুর্গম। প্রচণ্ড তপ্ত। সেখানে বেশির ভাগ মানুষই বাঁচে না।

উদ্ধারের সময় ফগারডি মারাত্মক পানিশূন্যতায় ভুগছিলেন। কিছুটা মতিভ্রমও ছিল। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি এখন বসছেন, কথা বলছেন। সূত্র: এএফপি
১৩ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে