শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬, ১১:২১:৪১

ফুলশয্যার রাতে স্ত্রীকে জড়িয়ে ধরলেন স্বামী… তারপর?

ফুলশয্যার রাতে স্ত্রীকে জড়িয়ে ধরলেন স্বামী… তারপর?

এক্সক্লুসিভ ডেস্ক : ফুলশয্যার রাত নিয়ে অনেকেরই নানা কল্পনা থাকে। সেসব বলিউডের গাদাগুচ্ছের ছবি দেখার ফল! ‘সুহাগ রাত হ্যায়’ বলে নববধূর দিকে এগিয়ে আসা শশী কাপুর, রাখি গুলজারের করণ-অর্জুনকে ভুলে গিয়ে পুরুষের বুকে মুখ ডুবিয়ে দেওয়া- এরকম কত কত মধুর দৃশ্যই না ভিড় করে আছে বলিউডের ফুলশয্যার দৃশ্যে।

সে সব দেখে জল্পনা উদ্দাম হয়। আর কার্যকালে? ফুলশয্যার রাতটি সত্যিই জীবনে এসে গেলে? সেই ২০০২ সালে। ছবির নাম ‘হামরাজ’। সেই ছবির একটি দৃশ্যে দেখা গিয়েছিল, নববধূ অমিশা প্যাটেলকে বুকে নিবিড়ভাবে জড়িয়ে ধরেছেন ববি দেওল। তিনি চাইছেন কিছু একটা হোক! কেননা, তার দিদা একটা নাতি বা নাতনি চাইছেন!

তারপর? মানুষের চাওয়া আর পাওয়ার মধ্যে কতটা ফাঁক থাকে, তা শেষ। আপাতত হামরাজ ছবির ওই জায়গাটুকু ভাইরাল ভিডিও হিসেবে নেট-দুনিয়ায় নিজের নাম তুলে ফেলেছে। দেখলে হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে! এও বোঝা যাবে, অনেক পুরুষের সঙ্গেই ফুলশয্যার রাতে কী হয়ে থাকে!

২৩ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে