রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬, ১২:৫৮:৫৯

মৃত্যুর ৪০ বছর পর বাড়ি ফিরে এলেন মহিলা!

মৃত্যুর ৪০ বছর পর বাড়ি ফিরে এলেন মহিলা!

এক্সক্লুসিভ ডেস্ক : মানুষের জন্ম-মৃত্য তাদের জীবনে একবারই ঘটে। জন্মও একবার হয়, মৃত্যুও একবারই। কিন্তু এই ঘটনা বলিউডের কাহিনীকেও হার মানালো। ১৯৭৬ সালে সর্পাঘাতে মৃত মহিলা বেঁচে বাড়ি ফিরলেন!

মৃত্যুর ৪০ বছর পর নিজের দু’মেয়ের কাছে ফিরে এলেন মা! এটা কি করে সম্ভব? অনেকেই ভাবছেন সিনেমার গল্প না তো! না এটি কোনো বাংলা বা বলিউড সিনেমার কাহিনি নয়। নয় কোনো রূপকথার গল্প। একেবারে চরম বাস্তব।

সাপের কামড়ে মারা গিয়েছেন ধরে নিয়ে ভারতের উত্তরপ্রদেশের কানপুরে মাঝাওয়ান টাউনের ইনায়েতপুর গ্রামের বাসিন্দা ওই মহিলার দেহটি গঙ্গায় ভাসিয়েও দিয়েছিল পরিবারের লোকজন। দেহটি ভাসতে ভাসতে কনৌজ জেলার শেষ প্রান্তে একটি গ্রামে চলে যায়। গ্রামবাসীরা দেহটি তুলে আনেন।

প্রায় ৪০ বছর বাদে শুক্রবার বাড়ি ফিরে আসেন তিনি। ভূত দেখার মতো চমকে ওঠেন মেয়ে, পাড়া-পড়শীরা। তার দাবি, সাপের ছোবলে মৃত্যু হয়নি তার, সাময়িক জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তিনি। ৮২ বছরের বৃদ্ধার কথা প্রথমে বিশ্বাসই করতে  চাননি মেয়েরা। শেষ পর্যন্ত জড়ুলের দাগ দেখে তাকে শনাক্ত করেন মেয়েরাই।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওই নারীর নাম বিলাসা। তিনি মাজাওয়ান শহরের ইনায়েতপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনিই এই বিস্ময় সৃষ্টি করেছেন। ৪০ বছর পরে শুক্রবার তিনি ফিরেছেন মেয়েদের কাছে। এরপর তাকে নিয়ে যাওয়া হয়েছিল এক গ্রামের মন্দিরে। এখন থেকে ৪০ বছর আগে তিনি গ্রামের মাঠ থেকে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন। সে সময়ই তাকে একটি কালো সাপে কামড়ায়।

বাড়ি ফিরলে তাকে সে সময় নিয়ে যাওয়া হয় পাশের এক গ্রামে। সেখানে ওঝার কেরামতি অকার্যকর হয়ে যায়। পরিবারের সদস্যরা মনে করেন তিনি মারা গেছেন। তারা তার মৃতদেহ গঙ্গায় ভাসিয়ে দেন। কান্নাউজ জেলার সীমান্তবর্তী একটি স্থান থেকে স্থানীয় সরাই ঠেকু এলাকার বাসিন্দা তার চেতনা ফিরিয়ে আনেন। বিলাসা ফিরে বলেছেন, তিনি সাপের কামড়ে মারা যান নি। ওই সময় মাত্র চেতনা হারিয়েছিলেন। তাকে গঙ্গায় ভাসিয়ে দেয়ার পর মাল্লারা (মাঝি) তাকে উদ্ধার করেছিল।

শুক্রবার বাড়ির বাইরে তাকে দাঁড়িয়ে থাকতে দেখেন দু’মেয়ে রাম কুমারি ও মুন্নি। মাকে দেখেই তারা বিস্ময়ে হতবাক হয়ে যান। মুখের কথা যেন আটকে যায়। কিছুতেই তারা বিশ্বাস করতে পারছিলেন না ৪০ বছর আগে মারা যাওয়া মা কি করে ফিরে আসতে পারেন বাড়িতে।

বৃদ্ধার বড় মেয়ে রাম কুমারী বলেন, মা বলেছেন, সাপের কামড়ের পর তিনি চেতনা ও স্মৃতিশক্তি হারিয়েছিলেন। কয়েকদিন আগে সব মনে পড়ে যায় তার। তিনি এ নিয়ে একটি মেয়ের সঙ্গে আলোচনা করেন। ওই মেয়েটি তার এক আঙ্কেলের সঙ্গে আলোচনা করে। তিনি আবার যোগাযোগ করেন চিত্রম (৮২) নামে এক ব্যক্তির সঙ্গে।

চিত্রম জানান, তিনি তো বিলাসার অন্ত্যেষ্টিক্রিয়ার সময় উপস্থিত ছিলেন। এরপর তিনি বিলাসার দু’মেয়ের সঙ্গে যোগাযোগ করেন। বিলাসা যখন মেয়েদের কাছে ফিরে আসেন তখন তার ছোট মেয়ে মুন্নি তাকে শনাক্ত করে একটি জন্মদাগ দেখে। ব্যাস মেয়েরা ফিরে পান তাদের হারানো মাকে। এখন তিনি মেয়েদের কাছেই আছেন।

২৫ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে