আরিফুর রাজু: বেশ কিছু দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চিত বিষয়গুলোর একটি ছিল হিরো আলম। ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ছিল তার অভিনয় করা বিভিন্ন নাচ-নাটকের দৃশ্য। প্রকৃতপক্ষে হিরো আলম ছিলেন ডিশ ব্যবসায়ী। ব্যবসায়ের পাশা-পাশি টুকটাক অভিনয় চর্চা করতেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে ধীরে ধীরে জনপ্রিয়তার শীর্ষে চলে যান তিনি। বলা চলে এখন দেশ কিংবা বিদেশের সবাই চেনে হিরো আলমকে। জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে দেশ সেরা বেশ কয়েকজন পরিচালকের অধীনে কাজও করছেন তিনি।
গেল হিরো আলম প্রসঙ্গ, এর পর সোশ্যাল মিডিয়া আগমন ঘটে আরশাদ খান নামক পাকিস্তানের ইসলামাবাদের পেশোয়ার চকের এক চা-ওয়ালার। তাঁকে নিয়েও হইচই চলেছিল সর্বত্র। মূলত নীল চোখের জাদুতে সবার প্রিয় পাত্রতে পরিণত হোন আরশাদ। এরই মধ্যে বেশ কয়েকটি র্যাম্প শো’তে কাজ করেছেন তিনি। বর্তমান বড় পর্দায় কাজ করার অপেক্ষায়।
শেষ হলো হিরো আলম-আরশাদ খান অধ্যায়। এবার সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন বাংলাদেশের এক রিক্সাওয়ালা। যদিও তার নাম পরিচয় এখনো জানা যায়নি। তারপরও তার ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোর আনাচে-কানাচে। অনেকে তাকে উপাধি দিচ্ছেন হ্যান্ডসাম রিক্সাওয়ালা হিসেবে।
চাপ দাড়ির লম্বা মুখের অধিকারী নিঃসন্দেহে যে কোন যুবতীর হৃদয় কাটতে সক্ষম এই যুবক। পোশাকে দারিদ্রে চাপ লক্ষ্য করা গেলেও মুখ দেখে যে কেও বলবে আরে এর তো হিরোদের হিরো।
তবে আর যাই হোক, দুই-একদিন অপেক্ষা করলে বোঝা যাবে কোথাকার জল কোথায় গিয়ে ঠেকে। কারণ এই সোশ্যাল মিডিয়াই জিরোকে বানাচ্ছে হিরো। আবার হিরোকে বানাচ্ছে জিরো।
২৫ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর