এক্সক্লুসিভ ডেস্ক : এতদিন পর্যন্ত রেকর্ডটা ছিল চীনের কাছে। গুয়াংজু প্রদেশের এক কারখানায়। সেই কারখানাই ৫৫ মিটার মানে, ১৮০ ফুট উঁচু কৃত্রিম ক্রিসমাস ট্রি বানিয়ে চমকে দিয়েছিল দুনিয়াকে।
এবার সেই রেকর্ড বেশ চুরমার করেই ভাঙলো শ্রীলঙ্কা। ৭৩ মিটার অর্থাৎ ২৩৮ ফুট উঁচু কৃত্রিম ক্রিসমাস ট্রি বানিয়ে তাক লাগিয়ে দিল দুনিয়াকে।
জানা গিয়েছে, বড়দিনের বেশ কয়েক মাস আগে থেকে এই ক্রিসমাস ট্রি তৈরির উদ্যোগ শুরু হয়েছিল শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয়। প্রথমে স্টিল দিয়ে তৈরি করে নেওয়া হয় কাঠামো। তার পর সেই কাঠামো মুড়ে দেওয়া হয় প্লাস্টিকের জাল দিয়ে। কাঠামোর কোণে কোণে লাগানো হয় আসল ক্রিসমাস ট্রির পাতা। তারপর ৬০,০০০ টুনিবাল্ব দিয়ে নিচ থেকে উপর পর্যন্ত সাজিয়ে দেওয়া হয়। আর সবার শেষে মাথার উপরে বসিয়ে দেওয়া হয় একটা ৬ মিটার মানে ২০ ফুট উঁচু লাল তারা!
স্বাভাবিক ভাবেই এবছরের বড়দিনে এই ক্রিসমাস ট্রি অনেকটা গর্ব উপহার দিয়েছে শ্রীলঙ্কাকে। উদ্যোক্তারা জানিয়েছেন, তারা এখন শুধু গিনেস বুক অফ রেকর্ডে নাম ওঠার অপেক্ষায় রয়েছেন!
ইতিমধ্যেই, শ্রীলঙ্কার সংস্থার কাছ থেকে আবেদনপত্র পেয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। বর্তমান গিনেস ওয়ার্ল্ড রেকর্ডকে ভেঙেছে তাদের এই বৃহৎ ক্রিসমাস ট্রি। দেশের রাজধানী কলোম্বোতেই তৈরি করা হয়েছে এই গাছ।
২৫ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস