মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬, ১২:৫৩:০১

এবার সোনার তৈরি আইফোন-৭ এ রয়েছে হিরায় গাঁথা ট্রাম্পের ছবি

এবার সোনার তৈরি আইফোন-৭ এ রয়েছে হিরায় গাঁথা ট্রাম্পের ছবি

এক্সক্লুসিভ ডেস্ক: গোটা বিশ্বকে চমকে দিয়ে মার্কিন নির্বাচনে জয়। শত বিরোধিতা সত্ত্বেও হোয়াইট হাউজে তাঁর প্রবেশ রোখা যায়নি। মার্কিন মসনদে তাঁকে সমর্থন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। সবশেষে জনপ্রিয়তার নিরিখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এগিয়ে থাকলেও, তাঁকেই বছরের সেরা ব্যক্তিত্ব বেছে নিয়েছে টাই ম্যাগাজিন। সত্যি ২০১৬ বছরটি বেশ ভালোই কেটেছে মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য। কিন্তু, বছর শেষ হওয়ার মুহূর্তেও তাঁর জন্য সুখবর।

এবার আইফোনের মুখও তিনি। তাও যে সে মুখ নয়, সোনার মুখ। UAE-এর সারজা শহরে বিক্রি হচ্ছে এমনই আইফোন ৭। ভারতীয় মুদ্রায় যার দাম কমপক্ষে ১.২ কোটি। সম্প্রতি এমনই আইফোন ৭-এর মডেল বানিয়ে সারজায় বিক্রি করছে লন্ডনের এক সংস্থা। মূলত সারজায় অবস্থিত ধনী ও রাজপরিবারগুলির জন্য এই ফোন তৈরি করা হয়েছে। সোনার তৈরি আইফোন ৭-এ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের মুখের প্রতিকৃতি। যা আবার হিরে দিয়ে খোদাই করা।

শুধু আইফোন ৭ নয়। ট্রাম্প সোনার আংটি, ট্রাম্প সোনার ঘড়িও বিক্রি করছে এই গোল্ডজিনি সংস্থা। ‘এক চীনা নারী প্রথম এই আইডিয়া দেন আমাদের। তিনিই প্রথম সোনার ট্রাম্প আইফোন ৭-এর অর্ডার দিয়েছিলেন। এরপর থেকে আমরা তা তৈরি করা শুরু করি। ’সোনার আইফোন শুধু নয়, এর আগে সোনার তৈরি বাইক বিক্রি করেছিল এই সংস্থা। ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় সাড়ে ৩ কোটি টাকা।-‌এই সময়

২৭ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে