বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬, ০৬:৩৭:১৬

এই ব্যবসায়ে আড়াই লক্ষ টাকা রোজগারের গ্যারান্টি দিচ্ছে সরকার!

এই ব্যবসায়ে আড়াই লক্ষ টাকা রোজগারের গ্যারান্টি দিচ্ছে সরকার!

এক্সক্লুসিভ ডেস্ক : নতুন ব্যবসায়ে নামার পরিকল্পনা করছেন? স্বল্প বিনিয়োগে নিশ্চিত আয় চান? তা হলে খোদ ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে ব্যবসায় নামুন। কারণ একমাত্র ভারত সরকারই দিচ্ছে আড়াই লক্ষ নিশ্চিত আয়ের গ্যারান্টি।

আসলে আগামী বছর থেকে চালু হচ্ছে প্রধানমন্ত্রী মোদির জন ঔষধি যোজনা। এই যোজনার অধীনে যত বেশি সম্ভব ওষুধের দোকান খোলার পরিকল্পনা করছে সরকার। সেই সঙ্গে দোকান যিনি দোকান খুলবেন, তাকে দেওয়া হচ্ছে আড়াই লক্ষ টাকা লাভের গ্যারান্টি, যা আদপে ইনসেন্টিভের আকারে তার কাছে আসবে। পাশাপাশি দোকান খোলার জন্য সরকার আপনাকে দেবে গ্রান্টও। এমনকী ওষুধের বিক্রিতে ২০ শতাংশ কমিশনও পাওয়া যাবে। সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার পাশাপাশি এই যোজ‌না বেকার যুবকদের রোজগারেরও সুযোগ করে দেবে বলে মনে করছে দেশটির সরকার।

যে কেউ এই যোজনার সুযোগ নিতে পারবেন। সরকারের লক্ষ্য, ব্যবসা যারা শুরু করবেন, তাদের পরবর্তী দু’বছর রোজগারের গ্যারান্টি দেওয়া। সেই কারণেই ইনসেন্টিভের অঙ্ক স্থির করা হয়েছে ২.৫ লক্ষ টাকা, যা মাসিক ভিত্তিতে দেওয়া হবে। এছাড়াও প্রতি মাসে ওষুধ বিক্রির উপর ২০ শতাংশ কমিশনও দেবে সরকার। রাজ্য নিয়ন্ত্রিত এজেন্সি ছাড়াও, ব্যক্তিভিত্তিক রিটেলর/ফার্মাসিস্ট, এনজিও এবং চ্যারিটেবল অর্গানাইজেশন— যে কেউ এই যোজনার অধীনে আসতে পারেন। এবেলা
২৮ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে