বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬, ০৯:৩৮:২৪

মাত্র ৩০ হাজার টাকায় মিলছে চার চাকার গাড়ি!

মাত্র ৩০ হাজার টাকায় মিলছে চার চাকার গাড়ি!

এক্সক্লুসিভ ডেস্ক : ভারতের প্রত্যেক মধ্যবিত্তেরই স্বপ্ন থাকে থ্রি বিএইচকে ফ্ল্যাট আর চার চাকার। সংসারের চাপ, সন্তানের পড়াশুনা, নিজের খরচ সব সামলে অনেক সময়ে অধরাই থেকে যায় সেই সব স্বপ্ন। পার্সোনাল গাড়ি তো দূরের কথা, খরচার কথা ভেবে অনেকে ট্যাক্সি চড়তেও দ্বিধা বোধ করেন।

এ বার হয়তো সেই সমস্যাটা কেটে যাবে হয়ত ভারতীয়দের। কেননা অল্প কিছু টাকা খসালেই এ বার মিলে যেতে পারে একটি গাড়ি। কি, বিশ্বাস হচ্ছে না! তা হলে এক বার বাজারটা ঘুরেই নিন। এর থেকে কম দামে গাড়ি আপনি আর পাবেন না।

আপনি কি জানেন, এমন অনেকগুলি চার চাকার গাড়ি রয়েছে, যেগুলির দাম ৫০,০০০ টাকার আশেপাশে। যদিও এই গাড়িগুলির কোনওটাই ফার্স্ট হ্যান্ড নয়। আর এই সমস্ত গাড়িই কিন্তু ১৯৯০-এর দশকে ফ্যান্টাসি ছিল।

এমনই দশটি গাড়ি—

• মিৎশুবিশি ল্যান্সার — ৪০ হাজার টাকা

• হন্ডা সিটি — ৫০ হাজার টাকা

• ওপেল অ্যাস্ট্রা — ৯০ হাজার টাকা

• টাটা সিয়েরা — ৪০ হাজার টাকা

• ফোর্ড আইকন — ৫০ হাজার টাকা

• হিন্দুস্থান মোটর্‌স কনটেসা — ৪৫ হাজার টাকা

• মারুতি ব্যালেনো অলটুরা — ৬৫ হাজার টাকা

• মারুতি জেন — ৩৫ হাজার টাকা

• পিওজিও ৩০৯ — ৪৫ হাজার টাকা

• দেউ সিয়েলো — ৩০ হাজার টাকা

হ্যাঁ, ভারতের বাজারে এই গাড়িগুলির সেকেন্ড হ্যান্ড ভার্সানের দাম এখন এমনটাই। যদিও বেশির ভাগ ক্ষেত্রেই এই গাড়িগুলির বয়স ১০ থেকে ১৫ বছর। কিন্তু তাতে কী! একটু খোঁজ লাগান, আর ভাল করে যাচাইয়ের পরে কিনে ফেলুন এই রকম একটি গাড়ি। এবেলা

২৮ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে