বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬, ০৮:৫৮:১২

অস্ত্র মজুতে সৌদি আরবের ধারে কাছেও নেই ভারত!

অস্ত্র মজুতে সৌদি আরবের ধারে কাছেও নেই ভারত!

এক্সক্লুসিভ ডেস্ক : অস্ত্র ক্রয়ের দিক দিয়ে মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী দেশ সৌদি আরবের ধারে কাছেও নেই অন্য কোনো দেশ। সবচেয়ে বেশি অস্ত্র ক্রয়ের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতের চেয়ে সামরিক খাতে প্রায় তিনগুন বেশি টাকা খরচ করে দেশটি। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
 
মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের (সিআরএস) উদ্বৃতি দিয়ে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া এখবর জানিয়েছে। সিআরএসের এই প্রতিবেদনটিতে যদিও কংগ্রেসের অফিসিয়াল কোনো বক্তব্য প্রতিফলিত হয় না।
 
প্রতিবেদনেটি উন্নয়নশীল দেশে প্রচলিত অস্ত্র স্থানান্তর ২০০৮-২০১৫’ শীর্ষক এই প্রতিবেদনটি বিভিন্ন উন্নয়নশীল দেশের অস্ত্র কেনার পরিমান নিয়ে করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শীর্ষ অস্ত্র ক্রয় কারী দেশ সৌদি আরব উল্লেখিত সময়ে ৯৩.৫ বিলিয়ন ডলারের অস্ত্র ক্রয় করেছে।
 
অন্যদিকে উল্লেখিত সময়ে দ্বিতীয় অবস্থানে থাকা ভারত ৩৪ বিলিয়ন ডলারের অস্ত্র ক্রয় করেছে। প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর ওপর গুরুত্ব দিয়েছে ভারত। এ লক্ষ্যে সর্বাধুনিক প্রযুক্তির অস্ত্রের মজুত বাড়াচ্ছে দেশটি।

তবে প্রথম অবস্থানে থাকা সৌদি আরব ভারতের চেয়ে প্রায় ৬০ হাজার কোটি ডলার বেশি মূল্যের অস্ত্র কিনে মজুত করেছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি স্বাধীন গবেষণা বাতায়ন সিআরএস। বিশ্বের অস্ত্রবাজার ও অস্ত্র কেনাবেচার ওপর বৃহৎ ধারণা নিয়ে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা যাতে সিদ্ধান্ত নিতে পারেন, সে বিষয়টি মাথায় নিয়ে অনেক ইস্যুকে প্রতিবেদনে গুরুত্ব দিয়েছে সিআরএস।

২৯ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে