শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬, ০৪:৫৩:৩৮

চীনে পুলিশের গুলিতে চার জঙ্গি নিহত

চীনে পুলিশের গুলিতে চার জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: চিনের জিনজিয়াং এলাকাতে চার জঙ্গি ঢুকে পড়েছিল৷ তাদের লক্ষ্য ছিল কমিউনিস্ট পার্টির কার্যালয়ে বিস্ফোরণ ঘটানো৷ কিন্তু তাদের দেখেই সন্দেহ হয় সেখানকার কর্তব্যরত পুলিশের৷ চার জঙ্গিকে লক্ষ্য করে গুলি চালায় তারা৷ ঘটনাস্থলেই নিহত হয় চার জঙ্গি। খবর কলকাতা টোয়েন্টিফোর সেভেন এর।

চিনা সংবাদ মাধ্যম জানিয়েছে, চার ব্যক্তি গাড়ি চালিয়ে জিনজিয়াং মোয়উ বাজারে ঢুকে পড়ে৷ ঘরোয়া পদ্ধতিতে তৈরি বিস্ফোরক সঙ্গে এনেছিল তারা৷ চিনের উইঘুর প্রদেশের জিনজিয়াং বেশ কয়েকবার নাশকতায় রক্তাক্ত হয়েছে৷ প্রকাশ্যে ছুরিকাঘাতে আহত হয়েছেন কয়েকজন৷ এলাকায় বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর প্রভাব বেশ ছড়িয়েছে৷ তাই উদ্বিগ্ন চীন সরকার।

উইঘুর প্রদেশটি চীনের সর্ব পশ্চিমে অবস্থিত৷ এই প্রদেশে পাকিস্তান, আফগানিস্তান, কাজাখস্তান, কিরঘিজস্তান, রাশিয়া ও মঙ্গোলিয়ার সঙ্গে সীমান্ত দিয়ে ঘেরা৷ মধ্য এশিয়া থেকে চীনে ঢোকার এটাই পথ৷ ফলে এলাকা বাড়ছে ধর্মীয় সন্ত্রাসবাদ।

৩০ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে