শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬, ১২:১০:১৯

নিউ ইয়ারের জন্য অতিরিক্ত এক সেকেন্ড অপেক্ষা করতে হবে!

নিউ ইয়ারের জন্য অতিরিক্ত এক সেকেন্ড অপেক্ষা করতে হবে!

এক্সক্লুসিভ ডেস্ক : কাউন্টডাউন শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। কোনওমতে শুক্রবার অফিসটা সেরে ফেলতে পারলে, সন্ধে থেকেই শুরু হয়ে যাবে পার্টি। তার পরে তো শনিবারের পুরো দিনটাই পড়ে রয়েছে ইংরেজি নববর্ষকে আহ্বান জানানোর জন্য। আসল কাউন্টডাউন যদিও শুরু হবে শনিবার মাঝরাতের কিছু আগে থেকে। ‘টেন... নাইন... এইট......... টু... ওয়ান’। কিন্তু এ বছর কাউন্টডাউন ওয়ান-এ শেষ হবে না। কারণ, বৈজ্ঞানিক মতে মাঝরাতের আগেই একটি আস্ত সেকেন্ড যোগ হয়ে যাবে পৃথিবীর ঘড়ির সঙ্গে। যদিও, আমরা তা বুঝতেই পারব না।

পৃথিবীর, সূর্যকে প্রদক্ষিণ করার সময় বেড়ে গিয়েছে বিভিন্ন কারণে। সেই হিসেব অনুযায়ী, প্রয়োজন মত এক সেকেন্ড করে যোগ হয় ‘ইউটিসি’ বা ‘কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম’-এর সঙ্গে। ১৯৭২ সাল থেকে এমন ভাবেই ‘লিপ সেকেন্ড’ যোগ হয়ে চলেছে পৃথিবীর ঘড়ির সঙ্গে। এ যাবৎ ২৬ লিপ সেকেন্ড যোগ হয়েছে। শেষবার যোগ হয়েছিল ২০১৫ সালের ৩০ জুন, রাত ২৩:৫৯:৬০-র সময়।
৩০ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে