এক্সক্লুসিভ ডেস্ক : সৌরভ গাঙ্গুলি বহুচর্চিত ক্রিকেট ক্যারিয়ারে এমন অনেক ঘটনা ঘটেছে, যা হয়তো বাস্তব বুদ্ধিতে কেউ কল্পনাও করতে পারবেন না। ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এমনই একটি ঘটনার সাক্ষী হয়েছিলেন ২০০২ সালে ইংল্যান্ড সফরে। খবর ইনাডু ইন্ডিয়ার।
এই সফরে ভারত শুধুমাত্র টেস্ট সিরিজ়েই জয়লাভ করেনি, ন্যাটওয়েস্ট ট্রফিও পকেটে পুরে নিয়েছিল। ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের পর লর্ডসের ব্যালকনিতে সৌরভের জার্সি ওড়ানোর ছবিটা তো আজও সকল ভারতীয়ের কাছে জ্বলজ্বল করছে। ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের কারণে যুবরাজ সিং এবং মোহাম্মদ কাইফও প্রচারের আলোয় চলে এসেছিলেন।
তবে এই সফরে সৌরভ হোটেলের ঘরে এমন ভূতের ভয় পেয়েছিলেন যা আজও তার মনের গভীরে এক গভীর দাগ কেটে গেছে। সম্প্রতি একটি বইয়ে সেই অভিজ্ঞতার কথা সবিস্তারে জানিয়েছেন মহারাজ। সৌরভের এই অভিজ্ঞতার কথা আজও হয়তো অনেকের কাছে অজানা থেকে গেছে। তবে জানতে পারলে আপনারাও নিশ্চয়ই চমকে উঠবেন।
সৌরভ জানিয়েছেন, “চেস্টার-লে-স্ট্রিটে আমাদের তখন ম্যাচ পড়েছিল। সেকারণে ডারহামের লুমলে ক্যাসেলে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। বাইরে থেকে গোটা হোটেলটা দেখতে অসাধারণ। দলের অধিনায়ক হিসাবে আমি নিজের স্যুটে চলে গিয়েছিলাম। সত্যি কথা বলতে কী, ঘরটা ছিল অসাধারণ। সারাদিন অনুশীলন করে আসার পর আমরা সকলেই ক্লান্ত ছিলাম। সকলে একটু তাড়াতাড়ি নিজেদের ঘরে ঢুকে পড়েছিলাম। কারণ পরেরদিন সকালেই ম্যাচ ছিল। ফলে পর্দা টেনে, আলো নিভিয়ে আমি বিছানায় কার্যত ঝাঁপ দিয়েছিলাম।”
সৌরভের কথায়, তিনি তাড়াতাড়ি শুয়ে পড়লেও, ঘুম আসতে চাইছিল না। অন্ধকার ঘরে তিনি খুব অস্বস্তিতে ভুগছিলেন। মাঝরাতে বাথরুমে জল পড়ার শব্দ শুনতে পেয়ে তিনি ছুটে যান।
তিনি বললেন, “হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। হাত বাড়িয়ে আলোটা জ্বাললাম। কল বন্ধ করতে বাথরুমে গেলাম। কিন্তু, গিয়ে দেখি কলটা তখন বন্ধই ছিল। মনে করলাম, এটা কোনও স্বপ্ন হতে পারে। কিংবা অন্য কোনও ঘর থেকে আওয়াজ আসতে পারে। এই মনে করে আমি ফের বিছানায় শুতে গেলাম। তার আগে দেখে নিলাম সবকিছু ঠিকঠাক আছে কি না ! সবেমাত্র দু’চোখে ঘুমটা এসেছে।”
আধঘণ্টা পরে আবারও সেই একই ঘটনা। জলের শব্দে ঘম ভেঙে যায় সৌরভের। এরপর তিনি বেশ ভয় পেয়ে যান। তাঁর কথায়, তিনি ফফের বাথরুমে গিয়ে দেখেন যে সব কল বন্ধ করে রাখা আছে। কিন্তু, আওয়াজটা কোথা থেকে আসছে, তা কিছুতেই ঠাহর করতে পারছিলেন না।
“এরপর আমি ঠিক করি যে সারা রাত আলো জ্বালিয়েই ঘুমোবো। কিন্তু, তারপর থেকে আর ঘুম আসেনি। ডারহামের নিস্তব্ধতা শুনতে শুনতে সারারাত জেগেই কাটিয়েছিলাম।”
তবে খুব বেশি সময় তিনি জেগে থাকতে পারেননি। কিছুক্ষণ পরে তিনি ফের আলো নিভিয়ে শুয়ে পড়েন। কিন্তু, এরপরই ঘটল সেই মারাত্মক ঘটনাটা। ফের জলের শব্দে ঘুম ভেঙে গেল সৌরভের।
তিনি বললেন, “আমি খাট থেকে প্রায় লাফিয়ে নিচে নামলাম। তারপর দৌড়তে শুরু করলাম... খুব ভয় পেয়ে গিয়েছিলাম। সামনেই ছিল রবিন সিংয়ের ঘর। ওর ঘরের দরজাতেই জোরে জোরে আঘাত করতে শুরু করলাম। কিন্তু, আমি যেহেতু অধিনায়ক তাই ভূতের ভয় পেয়েছি একথা কাউকে বুঝতে দেওয়া চলবে না। শুধু জিজ্ঞাসা করলাম, বাকি রাতটা কি তোমার ঘরে কাটাতে পারি ? রবিন সিং অবশ্য কোনও কথা না বাড়িয়ে সেই রাতটা আমাকে থাকতে দিয়েছিল।”
এই ঘটনার কথা মন থেকে বিশ্বাস করতে পারেননি সৌরভ। তারপর থেকে আর কোনওদিন প্রিন্স অফ ক্যালকাটা লুমলে কাসলে রাত কাটাননি। তবে ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজ় এবং ২০০৫ সালে অস্ট্রেলিয়া একই অভিজ্ঞতার সাক্ষী হয়েছিল। তারপর থেকে তিনি নিজে এই ভৌতিক ঘটনার কথা বিশ্বাস করতে শুরু করেছেন।
৩০ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস