শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬, ০৩:৪৭:০২

খুলে গেল বিশ্বের উচ্চতম সেতু

খুলে গেল বিশ্বের উচ্চতম সেতু

এক্সক্লুসিভ ডেস্ক: নদীর উপরে তৈরি করা হয়েছে এই ব্রিজ। ইউনান ও গুইঝৌ প্রদেশের মধ্যে যোগাযোগ স্থাপন করেছে এই সেতু। এই সেতু তৈরি হওয়ার ফলে যেখানে ইউনান থেকে গুইঝৌ যেতে ৪ ঘণ্টা লাগত, সেখানে এখন সময় লাগছে মাত্র ১ ঘণ্টা। ফলে দুই জায়গার যারা নিত্যযাত্রী তাদের জন্য অত্যন্ত সুবিধা হয়েছে। ১৩৪১ মিটার এই ব্রিজ তৈরি করতে খরচ হয়েছে ১৪৪ বিলিয়ন ডলার।

ফের এক বিশ্ব রেকর্ডের পথে চিন। খুলে গেল বিশ্বের উচ্চতম সেতু। উচ্চতা ১৮৫৪ ফুট (৫৬৫ মিটার)। যা জুড়ে দিয়েছে চিনের দুই প্রভিন্সকে। আর দুই প্রদেশের মধ্যে যাতায়াতের সময় কমিয়ে দিয়ে অর্ধেকেরও বেশি। শুক্রবারই এই সেতু খুলে দেওয়া হয়েছে।

সেতুটির নাম বেইপানজিয়াং ব্রিজ। সি দু নদীর উপর তৈরি হয়েছে এই সেতু। চিনে বহু এই ধরনের সেতু রয়েছে। দীর্ঘতম ও উচ্চতম কাঁচের সেতুটিও রয়েছে চিনেই। তবে উচ্চতার ভিত্তিতে এতদিন পর্যন্ত সবথেকে উঁচু ব্রিজটি ছিল ফ্রান্সে।-কলকাতা২৪

৩১ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে